Anubrata Mondal: হুমকির চিঠি নিয়ে সিবিআই তদন্ত হোক, চান কেষ্ট

গোরু পাচার মামলায় বুধবার সিবিআই (CBI) হেফাজত শেষ হচ্ছে (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল৷ বুধবার তাঁকে আসানসোল আদালতে পেশ করতে নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে।…

গোরু পাচার মামলায় বুধবার সিবিআই (CBI) হেফাজত শেষ হচ্ছে (Anubrata Mondal) অনুব্রত মণ্ডল৷ বুধবার তাঁকে আসানসোল আদালতে পেশ করতে নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময়েই বিস্ফোরক মন্তব্য অনুব্রতর৷ বিচারককে দেওয়া হুমকির চিঠি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, জজ সাহেবকে বলব, চিঠি দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হোক।

উল্লেখ্য, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। বিচারক রাজেশ চট্টোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু সেই শুনানির আগেই এল হুমকির চিঠি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ওই চিঠি দিয়েছেন বলে অভিযোগ। যেখানে স্পষ্ট জানানো হয়েছে,গরু পাচার মামলা অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে। ২০ অগাস্ট চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যেই সেই চিঠির কপি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন বিচারক। যা ঘিরে গতকাল থেকে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যার নামে চিঠি পাঠানো হয়েছে সেই বাপ্পা চট্টোপাধ্যায়ের বক্তব্য, তিনি এবিষয়ে কিছু জানেন না৷ বুধবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডল বলেন, আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে বলেছে। আমি সিবিআই তদন্ত চাইব। ‘ওটা সিবিআইয়ের তোতাবুলি’। এমনটাও কটাক্ষ করেছেন বীরভূম জেলা তৃণমূলের জেলা সভাপতি৷

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন কেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনও ভরসা রাখে সেটাও স্পষ্ট হয়ে গেল। আজ নিজাম প্যালেস থেকে বের হওয়ার মুখে কেষ্টর মুখে মমতার উবাচ। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছে।

বিচারককে পাঠানো এই চিঠির জেরে অনুব্রত মণ্ডল বিপাকে পড়েছেন তা স্পষ্ট৷ জামিনের বিষয়ে তিনি কী আশাবাদী? প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, সেটা আদালত বলবে। সব মিলিয়ে গোরু পাচার মামলায় আজ অনুব্রত মণ্ডলকে আদালত কী শোনাবে তাতে নজর রাজ্যবাসীর।