বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাক পাঠিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়কে (Minakshi Mukherjee)৷ এরপরই বেলা ১১টা নাগাদ বামনেত্রী পৌঁছে যান সিবিআই দফতরে৷ তিলোত্তমার ঘটনা যেদিন ঘটেছিল তার পরপরই অর্থাৎ ১৪ই অগস্ট প্রথম ‘রাত দখলের’ কর্মসূচি ছিল। সেইদিন ওই সময় মীনাক্ষীর নেতৃত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
এরপরই একদল দুষ্কৃতী হঠাত এসে সেই অবস্থান কর্মসূচীতে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল চত্বর। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেই দিন ঘটনাস্থলে আসেন৷ সেই সময়ে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যা৷য় সেই কারণে তলব করে সিবিআই৷ বিশেষ করে যেদিন তিলোত্তমার দেহ বাড়িতে নিয়ে যেওয়া হয় সেই দিন পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করেন বাম নেত্রী। সেই দিনের গোটা বিষয়টি জানতেই এবার মীনাক্ষীকে ডাকলেন গোয়েন্দারা।
আজ সিজিওতে ঢোকার পূর্বে মীনাক্ষী বলেন,“ওইদিন গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। যাতে করে কোনও প্রমাণ যেন লোপাট না হয়৷ ” আজ সিজিও থেকে বেড়িয়ে মীনাক্ষী জানান, তিলোত্তমার সঠিক বিচারের জন্য যতটা চেষ্টা করব সিবিআইকে সাহায্য করার৷