Anubrata Mondal: অনুব্রতর কেস দিল্লিতে স্থানান্তর করার আর্জি সিবিআইয়ের

বহুদিন যাবৎ কারাবন্দী অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কয়লা থেকে শুরু করে গরু পাচার সংক্রান্ত একাধিক মামলা তার বিরুদ্ধে। বর্তমানে সিবিআই তদন্ত করছে এই গোটা কেসটি।

anubrata mondal

বহুদিন যাবৎ কারাবন্দী অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কয়লা থেকে শুরু করে গরু পাচার সংক্রান্ত একাধিক মামলা তার বিরুদ্ধে। বর্তমানে সিবিআই তদন্ত করছে এই গোটা কেসটি। তবে এবার সিবিআই অনুব্রতর কেস বাংলা থেকে বেরিয়ে দিল্লিতে স্থানান্তর করার আর্জি জানিয়েছে কোর্টে।

Advertisements

আসানসোল কোর্টে চলছে শুনানি। সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের যে সমস্ত কেস রয়েছে। সেই সকল গরু পাচার থেকে শুরু করে কয়লা কাণ্ডের আসানসোলের সমস্ত কেস সিবিআই স্থানান্তর করতে চাইছে দিল্লিতে। সেই মোতাবেক তারা আবেদন করেছিল কোর্টের কাছে। এবং কোর্ট সেই আবেদন গ্রহণ করে।

বিজ্ঞাপন

এমনটা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে ট্রায়াল চলতে চলেছে অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল দীর্ঘদিন রয়েছে জেল হেফাজতে। এবং তাকে জেরা করে মিলেছে একাধিক তথ্য। তবে সিবিআই চাইছে এই রাজ্যে কোনও কেস পেন্ডিং না রেখে দিল্লিতে স্থানান্তর করতে।

এই গোটা বিষয়ে বলাই বাহুল্য যে আরও বেশ কয়েক গুণ চাপে পড়তে চলেছে অনুব্রত মণ্ডল। এই ট্রায়াল পর্ব শুরু করার জন্য সিবিআই চাইছে গোটা কেসটি তুলে দিল্লিতে স্থানান্তর করতে। সিবিআই ও ইডি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে একাধিক বার জেরা করেছে এবং বহু তথ্য হাতে পেয়েছে। এই ঘটনায় এনামুল হক সহ সায়গালের যোগ রয়েছে। এদের প্রত্যেকের কেস দিল্লিতে স্থানান্তর করতে চাইছে সিবিআই।