ফের এক তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক কি গ্রেফতার হবেন? এমন প্রশ্ন ফের উঠল। এবার নদিয়ার (Nadia) তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ি ঘিরে নিয়েছে সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে অভিযান। অভিযোগ, দমকলে নিয়োগ দুর্নীতিতে জড়িত বিধায়ক।
বিধায়ক তাপস সাহা নিজেকে আগেই ক্লিনচিট দিয়ে়ছেন। তবে তিনি এও বলেন সিবিআইকে সব সত্যি বলে দেব। ইঙ্গিতে এবি নামে দলেরই শীর্ষ নেতার বিরুদ্ধে সরব হন।
নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পরেই শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআইইয়ের বিরাট দল। তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
প্রথমে তাপসের বাড়িতে উপস্থিত হয় সিবিআই। পরে তাঁর বাড়ির পাশে সিবিআই হাজির হয়। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের নজর পড়েছে তৃণমূল বিধায়ক তাপস সাহার দিকে। তবে কি তিনিও গ্রেফতার হবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০১৬ সালে পলাশিপাড়া থেকে বিধায়ক হয়েছিলেন তাপস। পরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই সেখান থেকে সরিয়ে তেহট্ট থেকে তাঁকে প্রার্থী করে টিএমসি। তাপস সাহা জানিয়েছেন, মানিক বহু টাকা দিয়ে ম্যানেজ করেছে। আমি সেটা পারিনি। এরপরেই দলের বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, এ পার্টিতে কে কার কথা শোনে! দিদি ব্যতিক্রম। তাঁকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এবি আমার সঙ্গে কোনওদিন কথা বলেননি। তাঁর অফিসে গেলে চাকর দিয়ে তাড়িয়ে দেয়। রাজনৈতিক মহলে গুঞ্জন বিধায়ক ইঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।