চিটফান্ড কাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে CBI অভিযান

চিটফান্ডকাণ্ডে অভিযুক্ত রাজু সাহানি বর্তমানে সিবিআই হেফাজতে। এরই মাঝে এবার চিটফান্ড কাণ্ডে আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই (CBI) অভিযান ।

Advertisements

রবিবার সকালে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে চলছে সিবিআই অভিযান । একযোগে ৬ জায়গায় অভিযান চালাচ্ছে সিবিআই ।  শুধু তাই নয়, তল্লাশি চলছে মঙ্গলদীপের বিধায়কের অফিসেও। সিবিআই-এর নজরে সুবোধের ভাই কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর কমল অধিকারীও।

Advertisements

১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা তথা হালিশহর পুরসভার প্রধান রাজু সাহানি দাবি করেন, তাঁকে ‘রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে’।

শনিবার সাহানিকে পাঁচ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠায় আসানসোলের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার তার নিউ টাউনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে সিবিআই তাকে গ্রেপ্তার করে, যেখান থেকে কেন্দ্রীয় সংস্থা নগদ ৮০ লক্ষ টাকা, একটি ইম্প্রোভাইজড পিস্তল এবং থাইল্যান্ডের একটি ব্যাংকের একটি অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত কাগজপত্র উদ্ধার করে বলে জানা গেছে। সিবিআই সূত্র জানিয়েছে, “সাহানি সম্পর্কিত দুটি সম্পত্তি” থেকে আরও ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।