Budge Budge Municipality: হাইকোর্টের নির্দেশে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ভাঙল পুরসভা

অবৈধভাবে তৈরির অভিযোগে ভাঙা হল তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়ি। দক্ষিণ ২৪ পরগনা বজবজ (Budge Budge Municipality) পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন শেখ লুত্‍ফর হোসেন। বর্তমানে তিনি…

Budge Budge municipality

অবৈধভাবে তৈরির অভিযোগে ভাঙা হল তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়ি। দক্ষিণ ২৪ পরগনা বজবজ (Budge Budge Municipality) পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন শেখ লুত্‍ফর হোসেন। বর্তমানে তিনি কাউন্সিলর। তিনি অবৈধ উপায়ে বাাড়ি বানিয়েছেন বলে অভিযোগ।

রাস্তার ধারে ড্রেনের ওপর কীভাবে বহুতল তৈরি করা হলো প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় এক মহিলা। সেই মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে ওই বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেয়। অবশেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হল সেই বাড়ি ভাঙার কাজ।

বজবজ পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শেখ লুত্‍ফর হোসেনের নির্মীয়মাণ পাঁচতলা বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। ওই বাড়ি তৈরি নিয়েই কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়েছিল।

জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রথমে ভবনটি সিল করার নির্দেশ দেন। সমস্ত প্রকার নির্মাণে স্থগিতাদেশ দেওয়া হয় প্রধান বিচারপতি ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে। পরে বজবজ পুরসভাকে ওই বিল্ডিংটি ভাঙার নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার পুরসভার তত্ত্বাবধানে অবৈধ ওই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে।