ব্যর্থ হল সোনা পাচারের চেষ্টা! নদীয়ায় কামাল করল নিরাপত্তা বাহিনী

ফের সোনা পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত সুরক্ষা বাহিনী। ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে চারটি সোনার বিস্কুট। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ…

bsf

ফের সোনা পাচারের ছক ভেস্তে দিল সীমান্ত সুরক্ষা বাহিনী। ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে চারটি সোনার বিস্কুট। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলায়। কাঁটাতারের বেড়া পেরিয়ে চোরাচালানকারীরা ভারতে সোনা পাচারের ছক ছিল। কিন্তু সেই ছক ভেস্তে দিল দক্ষিণবঙ্গের 32 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি বনপুরের বিএসএফ জওয়ানরা।

Advertisements

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র থেকে জানা গিয়েছে যে, চোরাকারবারীরা সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল । নদীয়া জেলার সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতের মাটিতে ছুড়ে ফেলা হয়েছিল সোনাগুলি । কিন্তু তা বাজেয়াপ্ত করে বিএসএফ । বাজেয়াপ্ত সোনার বিস্কুট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টম স্টেশনে হস্তান্তর করা হয়েছে ।

   

বিএসএফ সূত্রে খবর, সোনা পাচারের তথ্য আগে থেকেই ছিল জওয়ানদের কাছে ৷ সেই গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক এলাকায় অভিযান চালান বিএসএফ জওয়ানরা । অতর্কিত হামলার সময় জওয়ানরা ৪ জন চোরাকারবারীর গতিবিধি পর্যবেক্ষণ করেন । যার মধ্যে ২ জন চোরাকারবারী সোনার চালান নিয়ে কাঁটাতারের কাছে পৌঁছনোর চেষ্টা করছিল । কিন্তু বিএসএফ অভিযানের ইঙ্গিত পেয়ে তাড়াহুড়ো করে বেড়ার উপর সোনা ছুড়ে দিয়ে দৌড়তে শুরু করে তারা ৷

আরও জানা গিয়েছে যে, বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯ বা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে সোনা চোরাচালান সংক্রান্ত যে কোনও তথ্য জানাতে অনুরোধ করেছেন । সুনির্দিষ্ট তথ্যের জন্য উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলেও জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বিএসএফের তরফে ।