Murshidabad: বিএসএফের গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সরকারপাড়া এলাকায়। রবিবার গভীর রাতে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকায়।…

চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সরকারপাড়া এলাকায়। রবিবার গভীর রাতে বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মমিনুল হক(৪২), বাড়ি জলঙ্গি থানার জিন্নাতপাড়া এলাকায়।

Advertisements

ঘটনার পর ঘটনাস্থল থেকে বিএসএফ মৃতদেহ উদ্ধার করে সাদিয়ারদিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। এরপর পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকলের এসডিপিও সহ জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী।

বিজ্ঞাপন

জানা যাচ্ছে,রবিবার গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্ত সরকারপাড়া এলাকায় রাতের অন্ধকারে গরু পাচার করার চেষ্টা করছিল বেশ কয়েকজন পাচারকারী। তাদের বাধা দেওয়ায় বিএসএফকে লক্ষ্য করে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। এরই মাঝে গরু পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা। তখনই পাল্টা বিএসএফ গুলি চালায়। সেই গুলিতে মৃত্যু হয় গরু পাচারকারী মমিনুল হকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার জেরে ভেঙে পড়েছে মৃতের পরিবার। জানা যাচ্ছে যে মমিনুল হক কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করত। ইদের আগেই বাড়ি ফিরেছিল। মমিনুল হকের পরিবারে রয়েছে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। দাবি এলাকাবাসীদের দাবি মমিনুল কোনোভাবেই গরু পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারেনা। এলাকায় সকলের কাছে পরিচিত বলে জানাচ্ছেন তারা।