West Bengal: পুকুরে লুকিয়ে রাখা ২.৫৭ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের

পশ্চিমবঙ্গের (West Bengal নদীয়া জেলার কল্যাণী চৌকি এলাকার একটি পুকুর থেকে প্রায় ২.৫৭ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ।

BSF ,Gold Biscuits ,West Bengal News,  West Bengal

পশ্চিমবঙ্গের (West Bengal নদীয়া জেলার কল্যাণী চৌকি এলাকার একটি পুকুর থেকে প্রায় ২.৫৭ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ এক বিবৃতিতে বলেছে, “গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি অভিযান চালানো হয়।” তল্লাশি অভিযানে পুকুর থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বাজার মূল্য প্রায় ২.৫৭ কোটি টাকা।

সোনা লুকিয়ে রেখেছিল চোরাকারবারিরা
বিএসএফ জানিয়েছে, কয়েক মাস আগে এক পাচারকারীকে ধাওয়া করা হয়েছিল। পুকুরে ঝাঁপ দিয়ে সোনা লুকিয়ে রেখেছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ওই সময়ের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক চোরাকারবারীর কাছে কিছুই পাওয়া যায়নি। পরে পাচারকারীকে ছেড়ে দেওয়া হয়। সে পুকুরে সোনা লুকিয়ে রেখেছিল এবং ফেরত পাওয়ার সুযোগ খুঁজছিল। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত ২০২২ সালে ১১৩ কেজির বেশি সোনা বাজেয়াপ্ত করেছে৷