BSF রক্ষীদের গণধর্ষণ অভিযোগ, ‘যারা একাজ করে তারা দেবী পুজো করে না’: শশী পাঁজা

Women and Child Development minister Sashi panja

উত্তর ২৪ পরগনার সঙ্গে লাগোয়া বাংলাদেশ সীনান্তে বাগদার জিতপুর এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে ধৃত দুই সীমান্তরক্ষী। বিএসএফ (BSF) সূত্রে খবর, মহিলা যে বয়ান দিয়েছেন এবং আশপাশের মানুষ যা বলেছেন তাতে কার্যত প্রমাণিত ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার সুর চড়ালেন মন্ত্রী শশী পাঁজা।

রবিবার তৃণমূলের তরফে জনসভার আয়োজন করা হয়েছিল৷ সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, সামনে দুর্গা পুজো আসছে৷ তারা যারা এই কাজটা করেন, আমার মনে হয় না দুর্গা পুজো করেন। না হলে মহিলাদের ওপর অত্যাচার করতে পারেন না৷ মহিলার মধ্যে দেবী রয়েছে। সেই দেবীকে তো দেখতে হবে৷

   

শশী পাঁজা আরও বলেন, আজ বর্ডারে ঘুরেছি। পরে উঁচু মহলে কথা হবে৷ আপনি সীমা সুরক্ষা করতে এসেছেন। আপনি দেশের সুরক্ষা করুন। এভাবে নির্যাতন, অত্যাচার করতে পারেন না৷ এখান থেকে স্পষ্ট গোরু পাচার, কয়লা পাচার, অন্যান্য পাচার কীভাবে বর্ডার থেকে উত্তরপ্রদেশ অবধি হয়। কেউ ধোয়া তুলসীপাতা নয়৷

শশী পাঁজা জানান, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টির ওপর নজরদারি রাখছেন৷ মুখ্যমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় তখন গোটা দেশ কাঁপছে। তাঁরা ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে এই অত্যাচারের অবসান ঘটাতে হবে৷ বিগত দিনগুলিতে এই অত্যাচার হয়েছে। আজকে মা বোনেদের আপোষ করে এপার ওপার যেতে হচ্ছে৷ আমরা এখনও বলি বেড়া করার একটা শাস্তি আছে৷ সেই শাস্তিটা দিন। কিন্তু সেই শাস্তি শারীরিক নির্যাতন নয়। আমাদের মেয়েদের শরীর লালসা মেটানোর জন্য নয়৷

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন