কলকাতা: আগামী রবিবার সাধারণতন্ত্র দিবস৷ তার আগে সীমান্ত নিয়ে সতর্ক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ (অপারেশনস অ্যালার্ট) জারি করল বিএসএফ। এই মর্মে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। বলা হয়েছে, ওই সময়ে উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ লাগোয়া ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে। পাশাপাশি সীমান্তের কাঁটাতার হীন এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হবে৷ থাকবে বাড়বে সতর্কতা৷ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি থাকবে। ফি বছর স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির আগে বিএসএফের তরফে এই ধরনের অ্যালার্ট জারি করা হয়। সম্প্রতি বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতে সতর্কতা আরো বাড়ানো হয়েছে৷ (bsf issues ops alert in india bangladesh boarder)
১০ দিনের জন্য ‘অপস অ্যালার্ট’ bsf issues ops alert in india bangladesh boarder
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ-এর তরফে জানানো হয়, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের জন্য ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি পর্যালোচনা করে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারত ও বাংলাদেশ মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত ভাগ করে। এই গোটা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করাই বিএসএফ-এর লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
প্রয়োজনে বাড়তি সেনা মোতায়েন bsf issues ops alert in india bangladesh boarder
গোয়ান্দা সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তের ওপাড় থেকে উস্কানি আসতে পারে৷ ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অপস অ্যালার্ট চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত৷ এই সময় সীমান্ত নিয়ে বাড়তি সতর্ক থাকবে সীমান্তরক্ষী বাহিনী। এই কয়েক দিন টানা সীমান্তে মহড়া চালাবেন ভারতীয় জওয়ানেরা। প্রয়োজনে ভারত-বাংলাদেশ বর্ডারে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
West Bengal: BSF issues ‘Ops Alert’ ahead of Republic Day, enhancing security at India-Bangladesh border. Increased patrols and monitoring until January 31 due to regional instability. Annual alert ensures safety during national holidays.