গোরু পাচার থেকে অনুপ্রবেশে যুক্ত BSF : মহঃ সেলিম

গোরু পাচার কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এখনও তার সুরাহা পাওয়া যায়নি। শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ থাকার অভিযোগ…

গোরু পাচার কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু এখনও তার সুরাহা পাওয়া যায়নি। শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ থাকার অভিযোগ উঠেছে বহুবার। সীমান্তে গোরু পাচার মামলায় একাধিক তৃণমূল নেতার দিকে অভিযোগ উঠেছে। সিবিআই জেরার মুখে পড়ে গোরু পাচারে অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল সিবিআই হাজিরা এড়িয়েছেন। এবার গোরু পাচার কাণ্ডে বিএসএফের (BSF) হাত রয়েছে বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সীমান্তে অবৈধ কাজকর্ম নিয়ে তোপ দাগলেন তিনি।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, সীমান্তে গোরু পাচার ও অবৈধ অনুপ্রবেশ যুক্ত রয়েছে বিএসএফ। মেদিনীপুরে দলীয় বৈঠকের পর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম জানিয়েছেন, সীমান্তে যে সমস্ত গোরুপাচার, চোরাচালান হচ্ছে, তার সঙ্গে যেমন তৃণমূল যুক্ত আছে। সেরকম বিজেপিও যুক্ত আছে। এখানকার মন্ত্রীরা যেরকম যুক্ত আছেন সেরকম এর আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারও যুক্ত রয়েছে। এসবের সঙ্গে বিএসএফ যুক্ত আছে।

চোরাচালান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, চোরাচালান থেকে অনুপ্রবেশ যা ঘটছে দিল্লি, আহমেদাবাদ ও মুম্বইতে বসে হচ্ছে। কলকাতার কালীঘাটে বসে তার পরিকল্পনা করা হচ্ছে। আর এই জায়গাগুলোতেই সব টাকা জড়ো হয়, ভাগবাঁটোয়ারা করা হয়।