নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণ সোনা পাচার রুখল বিএসএফ। নদিয়া জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ ) বড়সড় সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। ৩২তম বিএসএফ ব্যাটালিয়ন এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে৷ ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে ১.৪৮ কোটি টাকার সোনার বার পাচারের চেষ্টা করছিলেন বলে অভিযোগ।
বিএসএফ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে ১০টি সোনার বার এবং একটি ছোট সোনার টুকরো উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন ১.৭৪৫ কেজি এবং বাজারমূল্য ১,৪৮,৯৩,৫৭৫ টাকা।
এদিন, বিএসএফের ৩২তম ব্যাটালিয়ন একটি গোপন সূত্র থেকে জানতে পারে, নদিয়ার বানপুর গ্রাম থেকে একটি পাচারকারী চক্র বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করার চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে, বিএসএফ একটি বিশেষ দল বানপুর সীমান্তে আক্রমণাত্মকভাবে প্রস্তুতি নেয়।
কিছুক্ষণ পর, বিএসএফ সদস্যরা ফুলবাড়ি গ্রাম থেকে এক ভারতীয় পাচারকারীকে সন্দেহভাজন হিসেবে দেখতে পান। ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের কাছে পৌঁছে বাংলাদেশ দিক থেকে ফেন্সিংয়ের ওপর থেকে দুটি প্যাকেট তুলে নিয়ে আসছিলেন। পাচারকারী যখন প্যাকেটগুলো নিয়ে ফিরে যাচ্ছিলেন, বিএসএফ জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং তাঁকে থামতে বলেন। পাচারকারী পালানোর চেষ্টা করলে, বিএসএফ তাঁকে সতর্ক করতে একটি পিএজি (নন-লিথাল গোলাবারুদ) রাউন্ড ছোঁড়ে৷ পাচারকারী দাঁড়িয়ে পরলে তাঁকে গ্রেফতার করা হয়৷ ৪টি সোনার বার, ৫টি সোনার বিস্কুট এবং একটি ছোট সোনার টুকরো-সহ ওই পাচারকারীকে আটক করা হয়ছে৷ বাজেয়াপ্ত সোনার মোট ওজন আনুমানিক ১.৭১৫ কেজি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৮ লক্ষ ৯৩ হাজার ৫৭৫ টাকা ।
ধৃত পাচারকারী এবং উদ্ধার হওয়া সোনা সহ তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি ও পাবলিক রিলেশন অফিসার এন কে পাণ্ডে জানিয়েছেন, “বিএসএফ নিয়মিতভাবে সীমান্তে পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং তার ফলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হচ্ছে।”