
সীমান্তে উত্তরাখণ্ডের দুই নাগরিকসহ তিনজন গ্রেফতার বিএসএফের হাতে।অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় ভিন রাজ্যের নাগরিককে গ্রেপ্তার করা হল আজ। পুলিশ সূত্রে জানা যায় স্বরূপনগরের বিথারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় দুইজন উত্তরাখণ্ডের নাগরিক এবং একজন গোপালনগরের বাসিন্দাকে আটক করে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা অবৈধভাবে বিতাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল।সেই সময় বিএসএফ তাদেরকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়।স্বরূপনগর থানা ধৃতদের গ্রেপ্তার করে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বসিরহাট মহকুমা আদালতে পাঠায়।
ধৃতদের নাম পরিতোষ মন্ডল,অনিত সরকার,বাড়ি উত্তারাখান্ড। সনজিৎ মন্ডল,বাড়ি গোপালনগর।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










