গেমের আইডি নিয়ে বিবাদ, নাবালকে খুন করে পুড়িয়ে পুলিশের জালে চার বন্ধু

মুর্শিদাবাদ: গেম নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ৷ যার জেরে চরম ভোগান্তির শিকার এক বন্ধু৷ গেমের আইডির বিনিময়ে প্রাণ দিতে হল তাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়৷…

Murder in howrah

মুর্শিদাবাদ: গেম নিয়ে বন্ধুদের মধ্যে বিবাদ৷ যার জেরে চরম ভোগান্তির শিকার এক বন্ধু৷ গেমের আইডির বিনিময়ে প্রাণ দিতে হল তাকে৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়৷ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ৷ মৃত নাবালকের নাম পাপাই দাস৷ সে ফরাক্কা বাঁধ প্রকল্প আবাসনের নয় নম্বর ব্লকের বাসিন্দা ছিল৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল পাপাই৷ অনেক খোঁজ করেও তার দেখা পায়নি পরিবার৷ এরপরই পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানায় একটি নিখোঁজ ডায়েরি করে৷ তদন্তে নামে ফরাক্কা থানার পুলিশ৷ জানতে পারে পাপাইকে শেষ দেখতে পাওয়া গিয়েছিল ওরই চার বন্ধুর সঙ্গে৷

এরপরই পাপাইয়ের চার বন্ধুকে থানায় ডেকে পাঠায় ফরাক্কা থানার পুলিশ৷ শুরু করে জিজ্ঞাসাবাদ৷ তাদের বক্তব্যে অনেক অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ৷ এরই মধ্যে ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকো ঘাটের মাঝে ৮ নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে জঙ্গলের মধ্যে একটি দেহ উদ্ধার করে ফরাক্কা থানার পুলিশ৷ কিন্তু দেহের নিম্নাংশ মেলেনি৷ মুখও ছিল ক্ষতবিক্ষত৷ বুকের ট্যাটু দেখে পরিবার সদস্যরা শনাক্ত করেন যে দেহটি পাপাইয়ের৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফ্রি ফায়ার গেমটি পাপাই সহ চার বন্ধু খেলত৷ পাপাইয়ের কাছে আইডিটি ব্যবহারের জন্য চায় তার বন্ধুরা৷ পাপাই দিয়েও দেয়৷ অভিযোগ, এরপর একজনের সহযোগিতায় আর এক বন্ধু গোটা আইডিটি পাল্টে ফেলে৷ আর এই কারণেই বন্ধুদের মধ্যে বিবাদ বাধে৷ আর সেই বিবাদের পরিণতি হিসেবেই বন্ধুদের হাতে খুন হতে হল পাপাইকে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে চার বন্ধু মিলে পাপাইকে খুন করে৷ এরপর দেহটি জঙ্গলে ফেলে দেয়৷ ধরা পড়ে যেতে পারে এই আতঙ্কে ৬০ টাকা দিয়ে পেট্রল কেনে ওই কিশোররা৷ এরপর জঙ্গলে গিয়ে বন্ধুর গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়৷ যদিও শেষ রক্ষা হল না৷ অবশেষে পুলিশের জালে ধড়া পড়েই গেল পাপাইকে খুন করা চার বন্ধু৷ ঘটনার পর এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য৷ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷