Terror Alert: ব্যারিকেড ভেঙে বিপুল বিস্ফোরক বোঝাই গাড়ি ছুটল, পিছনে পুলিশ

নিয়মমাফিক নাকা চেকিং চলছিল। ব্যারিকেডের সামনে এসে একটি গাড়ি প্রবল গতিতে বেরিয়ে যায়। পিছনে ধাওয়া করে পুলিশ। পরে সেই গাড়িটি বাজেয়াপ্ত করার পর চমকে গেল…

breaking-News-kolkata24x7

নিয়মমাফিক নাকা চেকিং চলছিল। ব্যারিকেডের সামনে এসে একটি গাড়ি প্রবল গতিতে বেরিয়ে যায়। পিছনে ধাওয়া করে পুলিশ। পরে সেই গাড়িটি বাজেয়াপ্ত করার পর চমকে গেল পুলিশ। গাড়ি ভর্তি বিস্ফোরক। বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার হচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নাশকতার ছক। জারি হয়েছে সতর্কতা।

আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে অসমে নাশকতার ছক বানচাল। গোয়ালপাড়ায় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে অসম পুলিশ। 17 নম্বর জাতীয় সড়কে নিয়মিত চেকিংয়ের সময় ধূপধারা থানার দলটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

সূত্রের খবর, গাড়িটি ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। দুই আরোহী  গাড়িটি ছেড়ে পালিয়ে যায়। ওই গাড়ি থেকে 2000টি জিনেটিক স্টিক,1800 ডেটোনেটর, ব্লাস্টিং তারের আট বান্ডিল এবং একটি ব্যাটারি উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া গাড়ির দুই আরোহীকে ধরতে মরিয়া পুলিশ। নাশকতা চেষ্টা কাদের? পুলিশের অনুমান কিছু অসমের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এতে জড়িত থাকতে পারে।