রণক্ষেত্র পরিস্থিতির পর, বোমা উদ্ধার ভাঙড়ে

মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি ভাঙড়ে। এবার দুপুরে মাঠে রাখা আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা। এখনও উত্তপ্ত গোটা এলাকা, আহত বহু। প্রসঙ্গত,…

মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি ভাঙড়ে। এবার দুপুরে মাঠে রাখা আরাবুল ইসলামের ছেলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা। এখনও উত্তপ্ত গোটা এলাকা, আহত বহু।

প্রসঙ্গত, মঙ্গলবার নওশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ কর্মী-সমর্থকদের ভাঙড়ের ২ নম্বর ব্লকের বিডিও কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কথা ছিল।

   

আইএসএফের অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। বিজয়গঞ্জ বাজার, কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মুড়ি মুড়কির মতো বোমাবাজি চলে। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়ি, মোটরবাইক।

জানা যাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলা আটকানোর কোনও উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।

প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলছে অশান্তি। দুপুরে বিধায়ক আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে উদ্ধার হয় একটি বোমা।

হাকিমুল বলেন, “দু ঘণ্টা ধরে এলাকায় তাণ্ডব চালিয়েছে নওশাদ সিদ্দিকির লোকেরা। কম করে ৫ হাজার লোক এনে সন্ত্রাস চালানো হয়েছে। আমাদের কমপক্ষে ১০০ কর্মী আহত। কারও কারও গুলি লেগেছে। ওরা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে সকাল থেকে।”

এদিকে প্রশাসন জানিয়েছে , অশান্তির মাঝেও মনোনয়ন পেশ হয়েছে।