তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, মৃত ২,থমথমে মানিকচক

২১ জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম। এলাকা দখলকে কেন্দ্র করে ভোর রাত অবধি দুই পক্ষের মধ্যে চলল বোমাবাজি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন…

২১ জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরম। এলাকা দখলকে কেন্দ্র করে ভোর রাত অবধি দুই পক্ষের মধ্যে চলল বোমাবাজি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন৷ ঘটনাকে কেন্দ্র করে থমথমে মালদহের মানিকচক। এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী৷

স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যাক্তিদের নাম সফিকুল ইসলাম(৩২)এবং ফজরুল শেখ(৩৭)। আহতদের মালদহ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। তবে কী কারণে বোমাবাজি তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ৷

   

অপরদিকে আজ ভোরে মালদহের মানিকচকের গোপালপুরে যে জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে, সেই গ্রাম থেকেই শনিবার মানিকচক থানার পুলিশ ছোটো বড় মিলিয়ে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে বারবার খবরের শিরোনামে এসেছে মালদহ৷ দলের নেতাদের এবিষয়ে সাবধান করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও বিবাদ বেড়েই চলেছে। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন জেলা নেতৃত্ব। এবার বোমাবাজির ঘটনায় শাসক দলের অস্বস্তি বেড়েছে।