Bloody Sunday: একই দিনে কং-তৃণমূলের জোড়া কাউন্সিলর খুন

রক্তাক্ত রবিবার (Bloody Sunday)। একই দিনে জোড়া রাজনৈতিক খুনের জেরে উত্তপ্ত রাজ্য। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর ও উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে একই…

political murder in panihati

রক্তাক্ত রবিবার (Bloody Sunday)। একই দিনে জোড়া রাজনৈতিক খুনের জেরে উত্তপ্ত রাজ্য। পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর ও উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে একই কায়দায় খুন করা হলো। দুজনের মাথায় গুলি করা হয়েছে।

পানিহাটিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন স্থানীয় পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত। দুষ্কতীরা তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। পরে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৪ জন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে গুলি করে। ঘটনার জেরে তীব্র উত্তপ্ত পানিহাটি। টিএমসি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েছেন।

পুরুলিয়ার ঝালদায় গুলি করে খুন করা হলো কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ নিয়ে রাঁচিতে চিকিৎসার জন্য চেষ্টা করছিলেন কংগ্রেস কর্মীরা। কিন্তু মারা যান তপন কান্দু। তিনি ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন। মৃত তপন কান্দুর দেহ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস কর্মীরা। সোমবার ১২ ঘন্টার পুরুলিয়া বনধ ডেকেছে কংগ্রেস।