Rupa Dutta: হেভিওয়েট কানেকশনের ‘পকেটমার অভিনেত্রী’ রূপা দত্তকে নিয়ে বিব্রত বিজেপি

কলকাতা বইমেলা থেকে পকেটমারি অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta) অভিনেত্রীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সংশ্রব রীতিমতো হেভিওয়েট। এতেই বিব্রত বিজেপি। অস্বস্তিতে পড়েছে দলটি। সোশ্যাল…

Actress Rupa Dutta arrested from Kolkata Book Fair on charges of pickpocketing

কলকাতা বইমেলা থেকে পকেটমারি অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta) অভিনেত্রীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সংশ্রব রীতিমতো হেভিওয়েট। এতেই বিব্রত বিজেপি। অস্বস্তিতে পড়েছে দলটি।

সোশ্যাল মিডিয়ায় পরপর ভেসে আসছে ‘পকেটমার অভিনেত্রী’র সঙ্গে বিজেপি নেতাদের ছবি। বিজেপির এই সুপার হেভিওয়েট নেতাদের তালিকায় বিজয়বর্গীয়, সৈয়দ শাহনওয়াজ হুসেন আছেন।

আবার রূপার সঙ্গে দেখা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সেলফি নিতেও। সেই ছবিতে রাজ্যপালের । স্ত্রী কেও দেখা যাচ্ছে। আরও একটি ছবিতে ‘পকেটমার অভিনেত্রী’কে দেখা যাচ্ছে সাভারকারকে শ্রদ্ধা জানাতে।

Actress Rupa Dutta arrested from Kolkata Book Fair on charges of pickpocketing

রূপা দত্ত সম্পর্কে বিজেপিরই অন্দরমহলে গুঞ্জন প্রবল। কারণ, ‘পকেটমার অভিনেত্রী’র সঙ্গে উগ্র রাজপুত জাত্যভিমান নিয়ে চলা রাজস্থানের কারনি সেনা গোষ্ঠীর সংযোগ রয়েছে বলে গুঞ্জন। এই সংগঠনটির বিরুদ্ধে ‘জহরব্রত’ বা সতীত্ব রক্ষায় আগুনে ঝাঁপ দিয়ে মহিলাদের পুড়ে মরার প্রাচীন রীতি সমর্থনের অভিযোগ রয়েছে।

‘পকেটমার অভিনেত্রী’ রূপা দত্তকে শনিবার সন্ধ‍্যায় বিধাননগর পুলিশ গ্ৰেফতার করে। কলকাতা বইমেলায় টহলরত পুলিশের নজরে পড়ে এক মহিলা একটি ব‍্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। সন্দেহ হতেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শুরু হয়। মহিলার ব‍্যাগ থেকে উদ্ধার হয় ৭৫ হাজার টাকা। মেলায় পকেটমারি করেছেন বলে অভিযোগ।

<

p style=”text-align: justify;”>ধৃত এই মহিলা রূপা দত্ত। তিনি অভিনয় করেন। এর পরেই রূপা দত্তকে ‘পকেটমার অভিনেত্রী’ বলে কটাক্ষ শুরু হয়। তদন্তে উঠে আসছে রূপা দত্তর সঙ্গে বিজেপি নেতাদের বিশেষ সংযোগ সম্পর্ক। পুলিশের কাছে চুরির কথা স্বীকার করেন তিনি। রূপার বাড়ি কালীঘাট এলাকায়।