Murshidabad: ডোমকলে তৃণমূল নেতার বাড়িতে প্রবল বিস্ফোরণ

ডোমকলে তীব্র চাঞ্চল্য। এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত। (murshidabad) ডোমকলের মানিকনগরের চোঙাপাড়ায় এত টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ হয় বলে…

Murshidabad: ডোমকলে তৃণমূল নেতার বাড়িতে প্রবল বিস্ফোরণ

ডোমকলে তীব্র চাঞ্চল্য। এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের পর এলাকাবাসী আতঙ্কিত। (murshidabad) ডোমকলের মানিকনগরের চোঙাপাড়ায় এত টিএমসি নেতার বাড়িতে বিস্ফোরণ হয় বলে জানা গেছে।

জানা যাচ্ছে মানিকনগরের তৃৃনমূল নেতা মুজিবর আনসারির বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সে পলাতক। ঘটনাস্থলে গেছে পুলিশ। ওই তৃ়ণমূল নেতার বাড়িতে বোমা বানানো হচ্ছিল বলে অভিযোগ। ঘরের মধ্যেই বিস্ফোরণ ঘটে। নেতা জখম কিনা তা স্পষ্ট নয়।

   

সম্প্রতি পূর্ব মেদিনীপুরের এগরায় বোমা বিস্ফোরণের পর বেআইনি বাজি কারখানার মালিক তৃণমূল নেতা গুরুতর জখম হয়ে ওড়িশায় পালিয়ে গেছিল। সেখানেই তার মৃত্যু হয়। একইরকমভাবে ডোমকলের এই তৃণমূল নেতা বিস্ফোরণের পর পলাতক।