মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বোমা বিস্ফোরণ, উড়ল ছাদ‌

আজ সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ল আইসিডিএস সেন্টারের ছাদ। আজ সকালে রঘুনাথগঞ্জে বিষ্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। স্থানীয়রা দেখেন গোটা এলাকা ধোঁয়ায় ভরে গেছে‌। তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষ্ফোরণ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান নাসিরুল ইসলাম বলছেন, প্রচুর বোমা রাখা ছিল, কোনোভাবে ফেটে গেছে। হয়ত গ্রাম পঞ্চায়েতের ভোটের জন্য বোমগুলি রাখা হতে পারে‌ বলে মন্তব্য করেন তিনি। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা বিজেপি সভাপতি শাখারভ সরকার বলছেন, “পুলিশ তদন্ত করেও মূল মাথাকে গ্রেফতার করতে পারেনি। প্রাক নির্বাচনী সময় থেকে মুর্শিদাবাদ জেলায় পারদের স্তূপের ওপর দাঁড়িয়ে রয়েছি। এটা নতুন কিছু নয়। এই জেলা দেখেছে এক শিশুকে বোমা নিয়ে খেলতে‌।”

   

প্রসঙ্গত, মুর্শিদাবাদে বিস্ফোরণ এই প্রথম নয়। গত কয়ের মাসে বারেবারেই বোমা বিস্ফোরণ ঘটেছে। গত জুলাই মাসে গ্রামের রাস্তায় খেলে বেড়ানোর সময় বোমা বিস্ফোরণে মারাত্মক ভাবে জখম হয় ৩ জন শিশু। খবর পেয়ে পরিবার সদস্যরা উদ্ধার করে ভর্তি করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

তার ঠিক আগের মাসে ওই জেলাতেই বোমা বিস্ফোরণে মৃত্যু হয় একজনের। বেলডাঙায় পাটের জমিতে বোমা বাঁধার কাজ চলাকালীন সেই বোমা ফেটে গুরুতর জখম হন আলিম বিশ্বাস নামের এক যুবক। তাকে বেলডাঙা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেই ঘটনায় কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে অশান্তি করতে তৃণমূলের লোকজনই বোমা বাঁধার কাজ করছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন