শুরুতেই অঘটন, হাজার হাজার ভোটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

   ভোট গণনার শুরুতেই অঘটন। দক্ষিণ ২৪ পরগনার বালুরঘাট কেন্দ্র থেকে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের থেকে ৬…

sukanta majumder
  

ভোট গণনার শুরুতেই অঘটন। দক্ষিণ ২৪ পরগনার বালুরঘাট কেন্দ্র থেকে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের থেকে ৬ হাজারেরও বেশি ভোটে পিছিয়ে সুকান্ত (Sukanta Majumder)।

দেশজুড়ে এবার সাত দফায় ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচন হয়েছে। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ হয়েছে। মোট প্রার্থী ছিলেন ৮ হাজার ৩৬০ জন।

   

১ জুন শেষ দফার ভোটের পর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছে। এনডিএ আসনসংখ্যা ৩৫০-র ওপরে থাকবে বলে এক্সিট পোলগুলিতে দাবি করা হয়েছে। অন্যদিকে ইন্ডি জোটের আসনসংখ্যা ১৫০-র নীচে থাকবে বলে জানিয়েছিল বেশিরভাগ এক্সিট পোল।

গণনার শুরুতেই বারাণসীতে পিছিয়ে পড়লেন মোদী

এদিন লোকসভা নির্বাচনের ফলের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিধানসভা নির্বাচনের ফলাফলও ঘোষণা করা হবে। গুজরাতের সুরাত আসনের বিজেপি প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে আজ গোটা দেশের ৫৪২টি লোকসভা আসনের গণনা অনুষ্ঠিত হচ্ছে।

একনজরে বাংলার কিছু বুথফেরত সমীক্ষা

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। অর্থাৎ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তুলনায় তৃণমূলের আসন এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। বাড়তে পারে বিজেপির আসন।

ভোট গণনায় সাট্টা বনাম শেয়ার বাজারের চরম যুদ্ধ, সেনসেক্সে পতন

নিউজ ২৪ এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ (+-৫)টি আসন। তৃণমূল পেতে পারে ১৭ (+-৫)টি আসন। এই সমীক্ষাতে বিজেপির দুর্দান্ত ফলের ইঙ্গিত রয়েছে। যদিও বিজেপি এবং তৃণমূলের উভয়েরই আসন ৫টি বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে নিউজ ২৪ এবং চাণক্য।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিকে রেকর্ড সংখ্যাক আসন দেওয়া হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন। তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। প্রায় প্রতিটি সমীক্ষাতেই বাম-কংগ্রেস জোটের আসনসংখ্যা ১-২টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জিম খুলুন! ভোট গণনার আগের দিন রাহুলকে কেন এই পরামর্শ মোদীর মন্ত্রীর?

একনজরে দেশের কিছু বুথফেরত সমীক্ষা

নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৪০০, ইন্ডিয়া ১০৭ এবং অন্যান্যরা ৩৬টি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এনডিএ-র ৪০০টি আসনের মধ্যে বিজেপি একাই ৩৩৫টি আসন জিততে পারে।

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৩৫৩-৩৮৩ জিততে পারে। বিরোধীদের জোট ইন্ডিয়া পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যান্যরা ৪-১২টি লোকসভা আসনে জিততে পারে।

জিম খুলুন! ভোট গণনার আগের দিন রাহুলকে কেন এই পরামর্শ মোদীর মন্ত্রীর?

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এনডিএ ৩৬১-৪০১, ইন্ডিয়া ১৩১-১৬৬ এবং অন্যেরা ৮-২০টি আসনে জিততে পারে।