মোদীর পর এবার পিছিয়ে স্মৃতি ইরানি, এগিয়ে কংগ্রেস

  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার পিছিয়ে গেলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। এক ধাক্কায় অনেকটাই এগিয়ে গেল কংগ্রেস দলের প্রার্থী।     জানা গিয়েছে, লোকসভা ভোটের…

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার পিছিয়ে গেলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। এক ধাক্কায় অনেকটাই এগিয়ে গেল কংগ্রেস দলের প্রার্থী।

   

জানা গিয়েছে, লোকসভা ভোটের গণনায় উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কেএল শর্মা এই আসনে ১৯,১৭৭ ভোটে এগিয়ে রয়েছেন। পিছিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। উল্লেখ্য, কিছু সময় আগে বারাণসী কেন্দ্রে অনেক ভোটে পিছিয়ে ছিলেন নরেন্দ্র মোদী।

আজ ৪ জুন উত্তরপ্রদেশের একাধিক আসন যেমন বারাণসী, রায়বেরিলি, আমেঠি, মৈনপুরি, রামপুর, মুজফফরনগর, সাহারানপুর, কৈরানা, মোরাদাবাদ, নাগিনা, আজমগড়, গাজিপুর, ঘোসি, বালিয়া, ফতেপুর সিক্রি, ফিরোজাবাদ, রবার্টসগঞ্জ, বাঁশগাঁও, আম্বেদকর নগর, শ্রাবস্তী, কায়সারগঞ্জ, কৌশাম্বি, প্রতাপগড়, মীরাট, আলিগড়, এটাহ, আওনলা, বদায়ুন, ধৌরাহরা, খেরি, ইটাওয়া, ফারুখাবাদ। বারাণসী, রায়বরেলি, মৈনপুরি, আমেঠি ইত্যাদি আসনের কয়েকটি আসন একদম ভিআইপি আসন। 

২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক প্রবণতায়, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সহজেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে এবং বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকও প্রত্যাবর্তনের আশা করছে। এখনও পর্যন্ত ২২০টির বেশি আসনে এগিয়ে রয়েছে ইন্ডি ব্লক। বিরোধীদের দাবি, তারা ২৯৫টি আসন পাবে।