তৃণমূলকে ‘সবক শেখাতে’ রোজগার মেলা করবে বিজেপি

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বারবার একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছে রাজ্যের শাসক দল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহুর্তে জেলবন্দি৷ রাজ্য রাজনীতি ছাড়াও জাতীয় রাজনীতিতেও এনিয়ে আলোচনা হয়েছে বিস্তর। আদালতের নির্দেশে একাধিক মামলার তদন্ত করছে ইডি ও সিবিআই৷ এরই মধ্যে তৃণমূলকে সবক শেখাতে বাংলায় রোজগারের মেলা শুরু করছে বিজেপি।

Advertisements

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে ‘রোজগার মেলার’ সূচনা করবেন। এ রাজ্যে কলকাতা ও খড়গপুরে মেলার আয়োজন করা হবে। কলকাতায় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত মেলায় ২২ টি রাষ্ট্রায়ত্ত সংস্থা অংশ নিচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ২৫০ এর বেশি চাকরি প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেবেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই উদ্যোগ বিজেপির পালে হাওয়া দিলেও বেজায় চাপে তৃণমূল৷

কিছুমাস আগে প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের একাধিক বেকার যুবকদের জন্য চাকরি বিলি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকেই চরম বিড়ম্বনায় পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। এমনকি সেখানেও গলদ দেখা দিয়েছিল। কিন্তু রাজ্যজুড়ে বিজেপির এই মেলা সেটারই কড়া জবাব দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Advertisements

তার ওপর চাকরি প্রার্থীদের অনশন মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, আজ না হলে কাল নিয়োগ তো হবেই। এই সরকার না থাকলে আমাদের সরকার চাকরি দেবে একথা চ্যালেঞ্জ করে বলেছিলেন সুকান্ত৷ সুকান্তর সেই কথাতে সরকার বদলের ইঙ্গিত মিলেছিল। যা অস্বস্তি বাড়িয়েছিল ঘাসফুল শিবিরে৷ এখন বিজেপি পরিচালিত সরকারের ঘোষণায় আরও প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।