BCCI সভাপতি হবেন শুনে রাতের ঘুম উড়েছিল ৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হতে পারেন, এটা কল্পনাতেও ছিল না রজার বিন্নীর।  নিজেই জানালেন, খবর জানতে পেরে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। ব্যাপারটা হজম করতেই অনেক…

roger binny

বিসিসিআইয়ের (BCCI) সভাপতি হতে পারেন, এটা কল্পনাতেও ছিল না রজার বিন্নীর।  নিজেই জানালেন, খবর জানতে পেরে তাঁর রাতের ঘুম উড়ে গিয়েছিল। ব্যাপারটা হজম করতেই অনেক সময় চলে গিয়েছিল। এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিন্নী।

নতুন বোর্ড সভাপতি বলেছেন, “মনোনয়ন জমা দেওয়ার সময় খবরটা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। বোর্ডে কোনও পদে আসতে পারি, এটা আশা করেছিলাম। কিন্তু সর্বোচ্চ পদ পেয়ে যাব, এটা ভাবতে পারিনি। যখন আমাকে বলা হল পরবর্তী সভাপতি আমি, সেটা মেনে নিতে গোটা একটা রাত সময় লেগেছিল।”

প্রশাসনে ক্রিকেটার থাকা খুবই ভাল বলে মনে করেন বিন্নী। তাঁর কথায়, “১৯৯৮-এ প্রশাসনে এসেছি। অনেক ক্রিকেটার একত্র হয়ে কর্ণাটক রাজ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করি। তখন আমি পরিচালন সমিতিতে ছিলাম। জানতাম আমরা ক্রিকেটের প্রশাসনে থেকে কাজ করতে পারি। তখনই প্রশাসনে আসা। তার পরে অনেক কিছু শিখেছি।”