Birbhum: দুধকুমারের হাত ধরে বীরভূমে তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি

জেলা কমিটি থেকে ব্লক কমিটি গঠন। কোনওটাতেই তাঁর পরামর্শ নিয়ে গঠন করা হয়নি। তাই ঘনিষ্ঠ কর্মীদের বসে যাওয়ার পরামর্শ জানিয়ে রবিবার ফেসবুক পোস্ট করেন বীরভূমের…

Dudhkumar Mandal

জেলা কমিটি থেকে ব্লক কমিটি গঠন। কোনওটাতেই তাঁর পরামর্শ নিয়ে গঠন করা হয়নি। তাই ঘনিষ্ঠ কর্মীদের বসে যাওয়ার পরামর্শ জানিয়ে রবিবার ফেসবুক পোস্ট করেন বীরভূমের (Birbhum) তাবড় বিজেপি নেতা দুধকুমার মণ্ডল (Dudhkumar Mandal)। যা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গেছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই দলবদল করতে পারেন তিনি। এরই মধ্যে আরও এক বিজেপি নেতার বহিষ্কারের ঘটনায় সোনায় সোহাগা দেখতে পাচ্ছেন জেলার তৃণমূল কর্মীরা৷

Advertisements

দলবিরোধী কাজের অভিযোগে ১৪ জুন বিজেপি নেতা অনিল সিংকে বহিষ্কার করা হয়েছে। রবিবার দুধকুমার মণ্ডলের বয়ানের পর সেই চিঠি প্রকাশ্যে এসেছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে নলহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনিল। মার্চ মাসেই তাঁর বিরুদ্ধে রাজ্য দফতর ঝামেলা পাকানোর অভিযোগ জমা পড়ে৷ এরপরেই রাজ্যের নেতাদের সিদ্ধান্তে অনিলকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার নিজের দলের বিরুদ্ধেই কার্যপ্রণালী নিয়ে সরব হয়েছেন রাজ্য কমিটির সদস্য দুধকুমার মণ্ডল। তারই মধ্যে এক নেতার বহিষ্কারের খবর বীরভূমকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রস্থলে নিয়ে গেছে। দলের কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন অনুপম হাজরা। ট্যুইট করে অনুপম জানান, দুধ কুমার দা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল’এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা!!

সূত্রের খবর, জেলায় একমাত্র বিজেপির দাপুটে নেতা দুধকুমার মণ্ডলকে দলবদলের জন্য প্রস্তাব পাঠিয়েছেন ঘাসফুলের নেতারা৷ সদ্য দলবদলু অর্জুন সিংয়ের পরে এবার তৃণমূলের দরজায় প্রবেশ করতে চলেছেন তিনি। শুধুমাত্র দুধকুমার নয়, সঙ্গে জেলায় বিপুল সংখ্যক বিজেপি নেতারা ফুলবদল করার অপেক্ষায় রয়েছেন। এটাও শোনা যাচ্ছে।