Birbhum: দুধবাবুর দাওয়াই বিজেপি সমর্থকরা ‘চুপচাপ বসে যান’

বীরভূম (Birbhum) জেলায় বিজেপি গত পুরনির্বাচনে শেষ হয়ে গেছে। অন্যান্য জেলার মতো এ জেলাতেও বিজেপি ফিনিশ তা স্পষ্ট টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিভিন্ন মন্তব্যে।…

বীরভূম (Birbhum) জেলায় বিজেপি গত পুরনির্বাচনে শেষ হয়ে গেছে। অন্যান্য জেলার মতো এ জেলাতেও বিজেপি ফিনিশ তা স্পষ্ট টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিভিন্ন মন্তব্যে। সিপিআইএমকেই মূল প্রতিদ্বন্দ্বী মনে করেছেন অনুব্রত। তবে জেলায় যে বিজেপি নেতা বারবার অনুব্রতর চিন্তার কারণ সেই দুধকুমার মণ্ডল দলীয় সমর্থকদের চুপচাপ বসে যেতে বললেন। পঞ্চায়েত ভোটের আগে তাঁর এই হুঁশিয়ারি রাজ্য নেতাদের প্রতি বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলে আসতে পারেন দুধবাবু এমনই গুঞ্জন। তবে দুধকুমার মণ্ডল এ বিষয়ে নীরব। বরং তিনি উচ্চ নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে বলেছেন, “জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে আলোচনা না করেই কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও কার্যকর্তাগণ আমাকে যারা ভালোবাসেন তারা চুপচাপ বসে যান।”

রবিবার বিজেপি রাজ্য কমিটির সদস্য দুধকুমার মণ্ডল যা পোস্ট করলেন তা বিস্ফোরক। এতেই তাঁর দলবদলের জল্পনা প্রবল হয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই  দলবদল করতে চলেছেন তিনি।

অভিযোগ, ব্লক কমিটি গঠনের জন্য শনিবার ময়ূরেশ্বরে একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু আমন্ত্রণ পাননি দুধকুমার। এক দলীয় সমর্থকের অনুরোধে বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। সেই বৈঠকে কিছু প্রশ্ন তুলেছিলেন তিনি। দুধকুমারের অভিযোগ, যে পদ্ধতিতে রাজ্যে বিজেপি চলছে তাতে দলের কর্মী এবং সাধারণ মানুষ হতাশ হচ্ছেন। এভাবে চললে দল এগোতে পারবে না।
দুধকুমার জানান, ময়ুরেশ্বর এলাকায় দলকে দাঁড় করিয়েছিলাম। এখন দল তলানিতে এসে ঠেকেছে। তবুও তাঁদের মনে হয় না দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রয়োজন। আমার মুখ ব্যবহার করা হচ্ছে। অথচ বৈঠকে ডাকা হচ্ছে না।

দুধকুমারের পক্ষ নিয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম বিক্ষুব্ধ নেতা অনুপম হাজরা। তিনি লেখেন, দুধকুমার দা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের !!! বর্তমানে যারা সংগঠনে আছেন, তাঁদের উচিত দুধ কুমার মন্ডল’এর মতো পুরনো মানুষ যারা সাংগঠনিকভাবে বলিষ্ঠ, তাঁদের অভিজ্ঞতা এবং পরামর্শকে যথাযথ সম্মান এবং গুরুত্ব দিয়ে সংগঠনের সামনের সারিতে আনা !!

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের খোলনলচে বদলেছে বঙ্গ বিজেপির। পুরাতনদের বদলে গুরুত্ব দেওয়া হয়েছে নতুনদের। তাতেই বেজায় চটে যাচ্ছেন দুধকুমার মণ্ডলের মতো দাপুটে নেতারা। মনে করা হচ্ছে, অর্জুন সিংয়ের মতো দলীয় সংগঠন নিয়ে প্রশ্ন তুলে দলবদল করতে পারেন তিনি।

দুধকুমার মণ্ডলের মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি-তে নেতা দেখে কেউ দল করেন না। দলের বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে। কোনও নেতাকে ভালোবেসে কেউ বিজেপি করে না। নীতি আদর্শকে দেখে দল করে।