‘গোয়ায় নজর দিতে গিয়ে যেন বাংলা হাতছাড়া না হয়’, মমতাকে খোঁচা বিজেপির

৪ রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি শিবির। সৈকত নগরী গোয়াতেও বিপুল আসনে জয়লাভ করতে পেরেছে বিজেপি। যদিও গোয়ায় অনেক চেষ্টা সত্ত্বেও খাতা খুলতে পারেনি…

৪ রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি শিবির। সৈকত নগরী গোয়াতেও বিপুল আসনে জয়লাভ করতে পেরেছে বিজেপি। যদিও গোয়ায় অনেক চেষ্টা সত্ত্বেও খাতা খুলতে পারেনি তৃণমূল শিবির। আর এই ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিত ছাড়ল না বিজেপি।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেন, ‘এবার দিদি সতর্ক হোন। গোয়ায় নজর দিতে গিয়ে যেন বাংলা হাতছাড়া না হয়।’ অন্যদিকে অভিষেককে গোয়ায় পাঠিয়েও যে তৃণমূল একেবারে ব্যর্থ হয়েছে সে বিষয়েও তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে লিখেছেন, এবারের নির্বাচনে কংগ্রেসের পর সবথেকে বড় পরাজয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামের হারের পর, সম্ভবত এটিই ভাইপোর জন্য প্রকৃত সময় বিদ্রোহ করার এবং তাঁকে হটিয়ে দেওয়ার।

বিধানসভা ভোটের আগে একাধিকবার গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেইসঙ্গে সৈকত নগরীতে বারবার গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেরিওকে দলে টেনে চমক দেন মমতা-অভিষেক। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফ্যালেরিও সর্বভারতীয় তৃণমূলের সহ-সভাপতি করার পাশাপাশি রাজ্যসভার সাংসদও করিয়েছিল তৃণমূল। গোয়ার দায়িত্ব দেওয়া হয় সাংসদ মহুয়া মৈত্রকেও। যদিও এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোয়ার ছবিও পরিষ্কার হতে শুরু করে।