BJP: কাঁথি-খড়্গপুরে পতনের পদধ্বনি শুনছেন শুভেন্দু-দিলীপ?

দুই মেদিনীপুর জেলা বঙ্গ বিজেপির (BJP) দুটি মাথা উপহার দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ…

Bengal BJP

দুই মেদিনীপুর জেলা বঙ্গ বিজেপির (BJP) দুটি মাথা উপহার দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিম মেদিনীপুর থেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পৌরসভা নির্বাচনে তাঁদের ঘরের মাটিতে যুদ্ধের ফলাফল নিয়ে খোদ বিজেপি নিশ্চিত নয়। কাঁথি-খড়্গপুরে পতনের পদধ্বনি শুনছেন শুভেন্দু-দিলীপ, এমনই আলোচনা সর্বত্র।

পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার ভোট প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের কটাক্ষ হজম করতে হলো। বিরাট তৃণমূলী জমায়েত থেকে উড়ে এলো “চোর যাচ্ছে চোর যাচ্ছে” বাক্যবাণ। থেকে থেকে স্লোগান “গো ব্যাক শুভেন্দু”। দু কান পেতে সব শুনেছেন শুভেন্দু অধিকারী।

   

কাঁথিতে লড়াই কি একতরফা নাকি দু তরফা, অন্দরে বাম চোরাস্রোত কেমন এসব নিয়ে চলছে আলোচনা। তৃণমূল কংগ্রেসের হিসেব স্পষ্ট, যেভাবে রাজ্যে বামফ্রন্ট তার ভোট ফের নিজের ঘরে টানতে শুরু করেছে, সেই টানের চোটে কাঁথিতে চোখে সরষে ফুল দেখতে চলেছেন শুভেন্দু। আবার বিজেপি মহলেও আলোচনা, পুরনিগম ভোটে দলের ভরাডুবির খবর কাঁথিবাসীর অজানা নয়, চাপ আছে প্রবল। অধিকারী পরিবার রাজনীতি বড় ধাক্কা খেতে পারে এমনই মনে করছে জেলা বামফ্রন্ট।

কাঁথি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের মধুর বদলা নিতে কোমর বেঁধে নামছেন মমতা। জেলায় বিজেপি শিবিরের ক্রমাগত ভাঙনে শুভেন্দু অধিকারীর জমি আলগা হতে শুরু করেছে। এমনই ক্যালকুলেশন টিএমসির। আগেই মন্ত্রী সৌমেন মহাপাত্র দাবি করেছেন, শুভেন্দু বিজেপি ত্যাগ করবেন। বিশ্লেষকদের ধারণা, পৌরভোটের পর শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যাবে।

Advertisements

বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ খড়্গপুর পৌরভোটে কার্যত কোণঠাসা। দলীয় কোন্দলের রেশ তিনি প্রচারে এসেই বুঝে যান। বিজেপির অন্দরে খবর, পশ্চিম মেদিনীপুর জুড়ে যে হাওয়া ছিল তা কমতে শুরু করেছে। খড়্গপুরের বিধায়ক হিরণ বনাম দিলীপ দ্বন্দ্বের ফল মিলবে।

খড়্গপুর পৌরসভার পুরনো কংগ্রেস ভোট যে কোনওসময় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে টিএমসি ও বিজেপি মনে করছে। সেই সঙ্গে আছে ফের উঠতি বাম ভোট। জেলা টিএমসির নিজস্ব ক্যালকুলেশনে স্পষ্ট, পুরনিগম ভোটে বামেদের উত্থানের ছাপ পড়তে চলেছে খড়্গপুরে। আর বিজেপির বড় অংশের ভোট ঢুকছে তৃণমূলে। এই ধাক্কা সামলাতে পারবেন না দিলীপবাবু। বিজেপির অভ্যন্তরেও ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা বড় হয়ে উঠছে। খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষের জমি নড়বড়ে বলেই রেল শহরে তুমুল গুঞ্জন।

কী হবে কাঁথি ও খড়্গপুরে? দুই জেলার তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম শিবিরের দাবি, পতনের পদধ্বনি শুনতে পাচ্ছেন শুভেন্দু ও দিলীপ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News