বিচারককে হুমকি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে BJP

বিচারককে হুমকি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার দ্বারস্থ বিজেপির আইনজীবী সেল। জানা গিয়েছে, আদালতের…

বিচারককে হুমকি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার দ্বারস্থ বিজেপির আইনজীবী সেল। জানা গিয়েছে, আদালতের বিচারককে হুমকির ঘটনার প্রতিবাদ জানাতে বিজেপির আইনজীবী সেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যাবে।

বুধবার প্রধান বিচারপতি এন ভি রমণের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা। এ দিন দুপুরে আইনজীবীদের সময় দিয়েছেন বিচারপতি। লিখিত আকারে প্রধান বিচারপতির কাছে এবিষয়ে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-হেফাজতের শেষ দিন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া আছে।

এই হুমকি ভরা চিঠিতে বলা হয়েছে, ‘অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারকে ফাঁসানো হবে। মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে।’ জানা গিয়েছে, গত ২০ আগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়।

সুত্রের খবর, ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। বুধবার ফের অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে৷ ঠিক তার আগে এহেন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।