Nandigram: তৃণমূলকে ‘বেশরম’ করল শুভেন্দুর গেরুয়া ‘রং’

পশ্চিমবঙ্গের অন্যতম আন্দোলন নন্দীগ্রামের জমি আন্দোলন। এই আন্দোলনের উপর দাঁড়িয়েই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। এখনও নন্দীগ্রামের গ্রাম অঞ্চলে রয়েছে তৃণমূলের শক্ত ঘাঁটি। এর অন্যতম কারণ…

Nandigram: তৃণমূলকে ‘বেশরম’ করল শুভেন্দুর গেরুয়া ‘রং’

পশ্চিমবঙ্গের অন্যতম আন্দোলন নন্দীগ্রামের জমি আন্দোলন। এই আন্দোলনের উপর দাঁড়িয়েই রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। এখনও নন্দীগ্রামের গ্রাম অঞ্চলে রয়েছে তৃণমূলের শক্ত ঘাঁটি। এর অন্যতম কারণ নন্দীগ্রাম আন্দোলন এবং তার ইতিহাস। নন্দীগ্রামের তখকার শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা এবং সঙ্গে বিরোধী দলনেতাও। তিনি নন্দীগ্রামের বিধায়কও। আর এই নন্দীগ্রামেই আজ মঙ্গলবার পঞ্চায়েতে দারুণ ফল করল গেরুয়া শিবির।

দুপুর পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী নন্দীগ্রামেরত একাধিক পঞ্চায়েত দখল করেছে বিজেপি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে রয়েছে ১০টি গ্রাম পঞ্চায়েত। সেই ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত ৩ টি দখল করেছে বিজেপি। বিজেপির দখল করা ৩ টি পঞ্চায়েত হল ভেকুটিয়া, হরিপুর ও নন্দীগ্রাম।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১, ২ এবং খোদামবাড়ি ২ নম্বর পঞ্চায়েত বিজেপি জিতেছে।

বয়াল ১ -এ মোট ১৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮টি আসন, তৃণমূল পেয়েছে ৫টি আসন।

বয়াল ২ -এ মোট আসন ১৬টি। তার মধ্যে বিজেপি ৯টি জিতেছে, তৃণমূল জিতেছে ৭টি।

Advertisements

অন্যদিকে খোদামবাড়ি ২ -এ ১৭টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১২টি এবং তৃণমূল পেয়েছে ৫টি আসন।
শুভেন্দু অধিকারীর ভোটকেন্দ্র নন্দী নন্দনায়কবাড়ের ৭৭ নম্বর বুথে জিতেছেন বিজেপি প্রার্থী রুম্পা দাস।

২০১৮ সালেইও পঞ্চায়েতে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতেই জিতেছিল তৃণমূল। অপর দিকে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বাকি ৭ পঞ্চায়েতও গিয়েছিল তৃণমূলের দখলে। তবে ২০২৩ এ নন্দীগ্রামের রাজনৈতিক চিত্রটাই কিছুটা হলেও বদলে গেল।