Transfer Window: নতুন দলে যোগ দিতে পারে ISL-এ শতাধিক ম্যাচ খেলা বিদেশি

Transfer Window Update: দল বদলের পালা এখনও সম্পন্ন হয়নি। শুধু ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নয়, দেশের অন্যান্য লীগের ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে ধীরে ধীরে।

Edu Bedia is in the FC Goa

Transfer Window Update: দল বদলের পালা এখনও সম্পন্ন হয়নি। শুধু ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নয়, দেশের অন্যান্য লীগের ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে ধীরে ধীরে। ইন্ডিয়ান সুপার লীগ খেলার পথে রাউন্ড গ্লাস এফসি। পাঞ্জাবের এই দল আই লীগে চ্যাম্পিয়ন হয়েছে। সেই সুবাদে তারা আইএসএল-এ দল নামাবে। তাই আরও মজবুত স্কোয়াড প্রয়োজন।

গত মরসুমে দারুণ ফুটবল উপহার দিয়েছিল রাউন্ড গ্লাস এফসি। স্বদেশী এবং বিদেশি ফুটবলারের মিশেলে টিম কম্বিনেশন দানা বেঁধেছিল মাঠে। যার ফলে খেতাব লাভ। কিন্তু আই লীগ আর ইন্ডিয়ান সুপার লীগ এক নয়। আইএসএল এখন দেশের পয়লা নম্বর টুর্নামেন্ট। দেশের সেরা ফুটবলাররা সেখানে খেলেন, রয়েছে বড় বাজেটের বিদশি ফুটবলাররা। সেখানে সার্বিকভাবে দল গঠনের বাজেট বেশি।

তুলনায় পিছিয়ে শুরু করবে পাঞ্জাবের ফুটবল দল। প্রতিভা এবং টিম কম্বিনেশনের ওপর ভরসা করে মাঠে নামাতে হবে দল। এই পরিস্থিতিতে স্কোয়াডে দরকার আইএসএলে অভিজ্ঞতা রয়েছে এরকম একজন ফুটবলারের, যিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সামনে থেকে। এডু বেদিয়া তেমনই একজন ফুটবলার। ভারতে আসার পর থেকে নিজের ফুটবল দক্ষতার পরিচয় দিয়েছেন নিরন্তর। খেলেছেন একশোটির বেশি ম্যাচ। সম্প্রতি সময়ে ভারতে খেলা অন্যতম সফল এবং ধারাবাহিক বিদেশি ফুটবলার এডু।

২০১৭ সালে যোগ দিয়েছিলেন গোয়ার ক্লাবে। এরপর আর দল বদল করেননি। ভারতীয় ফুটবলে অতিক্রম করেছেন একশো ম্যাচ খেলার মাইল ফলক। মাঝমাঠের এই ফুটবলার স্পেনের একাধিক ক্লাবে দাপিয়ে বেড়িয়েছেন এক সময়। খেলেছেন বার্সেলোনার বি দলে। শোনা যাচ্ছে, পাঞ্জাবের ফুটবল ক্লাবে এডু বেদিয়াকে দলে নিতে উৎসাহী। দেখা যাক আগামী দিনে স্প্যানিশ তারকা পাঞ্জাবে যান কি না।