Transfer Window: কেরিয়ারে বড় সুযোগ পেয়ে গেলেন কৃষ্ণা

Transfer Window Breakthrough:এখনও ভালোরকম সক্রিয় রয়েছে ট্রান্সফার মার্কেট। নতুন সিজনে একাধিক তরুণ খেলোয়াড়কে মাঠে দেখার ব্যাপারে আশা করা যেতে পারে।

Nidhin Krishna Secures Promising Opportunity for Career Growth

Transfer Window Breakthrough:এখনও ভালোরকম সক্রিয় রয়েছে ট্রান্সফার মার্কেট। নতুন সিজনে একাধিক তরুণ খেলোয়াড়কে মাঠে দেখার ব্যাপারে আশা করা যেতে পারে। বেশ কিছু দলে এবার কম বেশি উঠতি খেলোয়াড়দের রিক্রুট করার দিকে নজর দেওয়া হয়েছে। পিছিয়ে নেই দেশের অন্যতম সাড়া জাগানো ক্লাব গোকুলাম কেরালা এফসি।

মঙ্গলবার বিকেলে গোকুলাম কেরালা এফসির পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি সই সংবাদ। তারা দলে নিশ্চিত করেছে নিধি কৃষ্ণাকে (Nidhin Krishna)। নিধি কৃষ্ণা স্থানীয় ফুটবলার, একাধিক যুব দলে খেলে ক্লাব রিক্রুটারদের নজরে পড়েছেন। একাধিক বর্ষের চুক্তিতে নিধি নিজ রাজ্যের ক্লাবে সই করেছেন বলে জানা গিয়েছে।

   

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নিধি কৃষ্ণা খেলেন মূলত রক্ষণভাগে। বয়সে তরুণ। জন্ম ২২ সেপ্টেম্বর ১৯৯৮ সালে। এর আগে একাধিক ক্লাবে খেললেও গোকুলাম কেরালা এফসি হতে পারে নিধি কৃষ্ণা জন্য সবথেকে বড় মঞ্চ। অতীতে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত থাকলেও খুব একটা সুবিধা করতে পারেননি। এছাড়াও কেরালা ইউনাইটেড এফসি, সাউথ ইন্ডিয়ান ফুটবল ক্লাব, সাই এর ক্লাবের নাম রয়েছে তার পেশাদার ফুটবলার প্রোফাইলে। তবে ডিফেন্ডার হলেও কার্ড দেখার সমস্যা রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চাশের বেশি ম্যাচ খেলে প্রায় ১১ টি হলুদ কার্ড দেখেছেন নিধি, রয়েছে একটি লাল কার্ড। গোল করার ক্ষমতাও অবশ্য রয়েছে। ইনস্টাগ্রামে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মহম্মদ ইরশাদ। নতুন ক্লাবের হয়ে সফর শুরু করার আগে জানিয়েছেন স্বাগতম।