জাহাঙ্গীরপুরী হামলার ঘটনায় ধৃত আনসারের সঙ্গে বিজেপি যোগ প্রকাশ্যে, বিপাকে দিলীপ-শুভেন্দু

জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে উত্তর দিল্লিতে জাহাঙ্গীরপুরীর (Jahangirpuri )গোষ্ঠী সংঘর্ষ নিয়ে। সেই সংঘর্ষে মূল অভিযুক্ত আনসারকে গ্রেফতার করা হয়েছে। এর পরেই ঘটনার মোড় নিল।…

BJP openly joins Ansar

জাতীয় রাজনীতি উত্তাল হয়ে রয়েছে উত্তর দিল্লিতে জাহাঙ্গীরপুরীর (Jahangirpuri )গোষ্ঠী সংঘর্ষ নিয়ে। সেই সংঘর্ষে মূল অভিযুক্ত আনসারকে গ্রেফতার করা হয়েছে। এর পরেই ঘটনার মোড় নিল। ধৃতের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ হয়েছে। আনসার যে সক্রিয় বিজেপি কর্মী তেমন ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেছেন টিএমসি নেতারা।

এই ছবি প্রকাশ্যে আসার সাথে সাথেই উঠছে একাধিক প্রশ্ন। উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। আনসার শেখের বিজেপির সাথে যুক্ত থাকার বিজেপি বিব্রত। তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, ‘অপরাধীদের অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে আনসার শেখ কিভাবে বিজেপি নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই বিষয়টিকে আমাদের মনে রাখতে হবে’।

তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আগেই জানা গিয়েছিল জাহাঙ্গীরপুরীর ঘটনার সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত রয়েছে। আর এবার ছবি প্রকাশ্যে আসতেই তা পরিস্কার হল আনসার শেখ বিজেপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তা স্পষ্ট’।

তৃণমূল কংগ্রেসের নেতা সমীর চক্রবর্তী জানিয়েছেন, ‘বিজেপি এমন একটি দল যারা মানুষের মধ্যে ঘৃনা ছড়িয়ে দিতে প্রস্তুত। বিশৃংখলা তৈরি করতে এবং সহিংসতা প্রচার করার জন্য বিশেষভাবে পরিচিত’। বিধাননগরের বিধায়ক সুজিত বসু দাবি করেছেন, ‘তৃণমূল কংগ্রেসের কাছে ন্যায় বিচার নিশ্চিত করাই অগ্রাধিকার’।