‘দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন’

আবারও রাজ্য সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেইসঙ্গে দলের প্রাক্তন সহকর্মী বাবুল সুপ্রিয়কেও (Babul Supriyo) এক হাত…

Dilip-Mamata

short-samachar

আবারও রাজ্য সরকারকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেইসঙ্গে দলের প্রাক্তন সহকর্মী বাবুল সুপ্রিয়কেও (Babul Supriyo) এক হাত নিলেন খড়গপুরের সাংসদ। নিজের চাঁচাছোলা বক্তব্যের জেরে বরাবরই শিরোনামে থাকেন সাংসদ। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

   

তিনি বলেন, ” শান্তনু পিকনিক করছে তো কী হয়েছে! আমিও কাল পিকনিক করেছি। সবাই পিকনিক করছে। পিকনিকে সবাই একত্রিত হয় । পিকনিক ডিপ্লোম্যাসি? দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন। বাবুল ওই করে ফেঁসে গেছে। দুনিয়া পাল্টাচ্ছে। এই প্যাটার্নও পাল্টাচ্ছে। কাম টুগেদার । থিঙ্ক টুগেদার।”

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বঙ্গ বিজেপিকে ‘দুষে’ বারবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে (Shantanu thakur)। বক্তব্যের পাশাপাশি তার কিছু কার্যাকলাপকে ঘিরে অস্বস্তিতে রয়েছে বঙ্গ বিজেপি। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন বেশ কিছু বিক্ষুব্ধ নেতাও। সাম্প্রতিককালে বিজেপির বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক বা পিকনিক করতে তাঁকে দেখা গেছে। চলছে একে অপরকে কাদা ছোড়াছুঁড়ির পালা। শান্তনুর এহেন কর্মকাণ্ড মোটেই ভালো চোখে দেখছে না দল সহ গোটা রাজনৈতিক মহল। অনেকেই বলছে, পিকনিক, বৈঠকের আড়ালে দলের ভেতরে ঘুন পোকা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই কেন্দ্রীয় মন্ত্রী