TATA Air India : এয়ার ইন্ডিয়ার দখল নিতে মোদীর কাছে রতন-পুত্র

উনসত্তর বছরের অবসান। বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া (TATA Air India)। বৃহস্পতিবার বিকালেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। সংবাদ সংস্থা…

TATA Air India

উনসত্তর বছরের অবসান। বেসরকারি সংস্থার হাতে চলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া (TATA Air India)। বৃহস্পতিবার বিকালেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গিয়েছেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখর। বিকেলের মধ্যে সরকারিভাবে টাটাদের হাতে চলে যেতে পারে এয়ার ইন্ডিয়া৷

সরকার পক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, “আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের কাছে হস্তান্তর হতে চলেছে। টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন সরকারী হস্তান্তর প্রক্রিয়ার জন্য মন্ত্রণালয়ে থাকবেন।”

তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া বিশ্বের চারটি মহাদেশের ৩৩ টি দেশ সহ ৫৭ টি অভ্যন্তরীণ পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত। আনুমানিক একশোটিরও বেশি গন্তব্যে ওঠানামা করে এয়ার ইন্ডিয়ার বিমান। এভিয়েশন বিশেষজ্ঞরা দাবি করেছেন যে এয়ার ইন্ডিয়ার ক্যারিয়ারে এয়ারবাস এবং বোয়িং উভয় বিমান রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়৷

এয়ার ইন্ডিয়ার আর্থিক বিভাগের ডিরেক্টর বিনোদ হেজমাদি সম্প্রতি কর্মীদের ইমেল করে জানিয়েছিলেন, ‘২০২২ সালের ২৭ জানুয়ারি এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’