Pinarayi Vijayan: প্রথম ‘ভারতমাতা কি জয়’ বলেন মুসলিমরাই, মুখ্যমন্ত্রীর দাবিতে বিতর্কের ঝড়!

‘ভারত মাতার জয়’, প্রায়শই এই স্লোগান ব্যবহার করা হয় দেশাত্মবোধক কোনও কাজে, বা দেশের জন্য দেশের বীর সন্তানদের আত্মবলিদানের কথা মাথায় রেখে। আবার সঙ্ঘ পরিবারের…

Kerala CM Pinarayi Vijayan

‘ভারত মাতার জয়’, প্রায়শই এই স্লোগান ব্যবহার করা হয় দেশাত্মবোধক কোনও কাজে, বা দেশের জন্য দেশের বীর সন্তানদের আত্মবলিদানের কথা মাথায় রেখে। আবার সঙ্ঘ পরিবারের প্রিয় স্লোগানই হল ‘ভারত মাতা কি জয়’। কিন্তু সেই স্লোগান নাকি প্রথম দিয়েছিলেন আজিমুল্লাহ খান নামে এক মুসলিম ব্যাক্তি! মঙ্গলবার এমনটাই দাবি করলেন, কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। আর তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় রাজনীতির আঙিনায়।

কেরলের মলপ্পুরমে একটি সভাতে বক্তব্য পেশ করতে গিয়ে সিএএ-এর বিরোধিতা করেন তিনি এবং সেই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং দেশের সংস্কৃতিতে মুসলিমদের অবদানের বিষয়ে বলেন। তাঁর মতে, ‘RSS এবং BJP-র নেতারা ভারতমাতা কি জয় বলে ধ্বনি দেন। কিন্তু তাঁরা কি জানেন এই স্লোগান প্রথম দিয়েছিলেন এক মুসলিম, যাঁর নাম আজিমুল্লাহ খান। একজন মুসলিমের কণ্ঠে এই স্লোগান উচ্চারিত হয়েছিল তাই জানতে চাই, সঙ্ঘ পরিবারের নেতারা ভারতমাতা কি জয় বলা বন্ধ করে দেবেন?’

   

আরও পড়ুন: Kali Puja: সম্প্রীতির অনন্য নজির! মা কালীকে পুজো করছেন মুসলিম মহিলা

এখানেই শেষ নয়। বিজয়ন আরও বলেন, ‘জয়হিন্দ কথাটিও প্রথম উচ্চারিত হয়েছিল এক মুসলিমের গলায়।’ পিনারাই বিজয়নের সাম্প্রতিক মন্তব্যের বিরোধিতায় সরব রাজনৈতিক মহলের অনেকেই। বিজেপি নেতা শুধাংশু ত্রিবেদীর মতে, মাতৃভূমিকে ‘মা’ হিসাবে কল্পনা করার প্রথা চলে আসছে সেই বৈদিক যুগ থেকে।

আরও পড়ুন: Marriage: মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন বাতিল করল সরকার

১৮৫৭ সালে আন্দোলনের সময় ‘মদর-ই-ওয়াতান, ভারত কি জয়’, এই স্লোগান আজিমুল্লাহ খান দিয়েছিলেন বলে একাংশ দাবি করলেও, ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) প্রাক্তন ন্যাশনাল সেক্রেটারি অনুপ অ্যান্টনি বলেন, ১৮৭৩ সালে কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘ভারত মাতা’ নাটকে সর্বপ্রথম ‘ভারত মাতা কি জয়’ শব্দবন্ধ ব্যবহৃত হয়েছিল।