Dilip Ghosh: তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারের হুমকি দিলীপ ঘোষের

পঞ্চায়েত ভোটের আবহে আবারও আক্রমণাত্মক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দলীয় অনুষ্ঠানে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির হুঁশিয়ারি শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন…

short-samachar

পঞ্চায়েত ভোটের আবহে আবারও আক্রমণাত্মক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দলীয় অনুষ্ঠানে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির হুঁশিয়ারি শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন জনতার টাকা লুঠ করা তৃণমূল নেতাদের গাছে বেঁধে মারা হবে।

   

দিলীপ ঘোষের এমন মন্তব্যে জেলার সর্বত্র আলোড়ন পড়েছে। পূর্ব বর্ধমান ছাপিয়ে রাজ্য জুড়েও শোরগোল।

দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত ভোটে পুলিশ ও গুণ্ডাদের নিয়ে ভোট দিতে দেয়নি তৃণমূল। যারা জিতেছিল তারা গত পাঁচ বছর জনগণের টাকা লুঠ করেছে।

দিলীপ ঘোষ বলেন, গতবার যারা জিতেছিল তারা এখন পাবলিকের ভয়ে পালাচ্ছে। ছাড়বেন না এদের। এই পঞ্চায়েতের লোকদের নিমগাছে বেঁধে দেবেন। খেজুর গাছে বেঁধে দেবেন। কলার ধরে হিসাব চাইবেন। প্যান্ট খুলে দেবেন।

দিলীপ ঘোষ তৃ়ণমূল নেতাদের প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিতেই উপস্থিত বিজেপি সমর্থকরা উল্লাসে চিৎকার করেন।

রাজনৈতিক মহল সরগরম। কারণ দিলীপ ঘোষ বারবার আক্রমণাত্মক মেজাজে তৃণমূল কংগ্রেসকে বিঁধছেন। এদিকে গত পুরভোটে মফস্বল এলাকায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে গেছে।গ্রামাঞ্চলের লাগোয়া পুরসভাগুলিতে তৃণমূল একতরফা জিতেছে। আর ভোটের নিরিখে সিপিআইএম হয়েছে দ্বিতীয়। সেক্ষেত্রে বিধানসভায় বিরোধী দল হলেও বিজেপির ভোটে নেমেছে ধস। পঞ্চায়েত ভোটে বিজেপির ভোটে ধস বজায় থাকবে বলে দাবি তৃণমূলের। আর বিজেপির অভ্যন্তরে চিন্তা বাড়তে থাকা বামশক্তি।