R Ashwin: বড়দিনে অশ্বিনের ব্যাটে এল জয়, বাঁচিয়ে দিল লজ্জা

আরেকটু হলে বড়দিনটা মাটি হতে যাচ্ছিল কিন্তু শ্রেয়াস , অশ্বিনের (R Ashwin) ব‍্যাটিং বিক্রমে ম‍্যাচ ও সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আজকের দিনে টানটান উত্তেজনার একটা…

R Ashwin

আরেকটু হলে বড়দিনটা মাটি হতে যাচ্ছিল কিন্তু শ্রেয়াস , অশ্বিনের (R Ashwin) ব‍্যাটিং বিক্রমে ম‍্যাচ ও সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আজকের দিনে টানটান উত্তেজনার একটা টেস্ট ম‍্যাচ উপভোগ করল দর্শক।

সাকিব, তাইজুল, মিরাজ রা দারুণ বল করেছেন কিন্তু কাল অক্সর আর আজ শ্রেয়াস, অশ্বিনের কাউন্টার অ্যাটাকিং পার্টনারশিপ ম‍্যাচ টা ছিনিয়ে আনল আর তার সাথে সিরিজ ও। বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপ এর দিকে আরো এক ধাপ এগোলো টিম ইন্ডিয়া। প্লেয়ার অফ দি ম‍্যাচ হলেন রবিচন্দ্রন অশ্বিন ও সিরিজ সেরা হলেন পুজারা যদিও শ্রেয়াস আইয়ার ছিলেন যোগ্য দাবিদার।

৭১ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল আরও ৭৪ রান বাকি ছিল ভারতের জেতার জন্য। বাংলাদেশকে মাত্র তিন উইকেট নিতে হবে সিরিজে সমতা ফেরাতে। শ্রেয়স শেষ ব্যাটসম্যান, সাথে অশ্বিন ক্রিজে। রান উঠছে না, অসম্ভব ভাল বল করেন মেহেদি সাকিবেরা। ৭৪ রান তখন ১৭৪ মনে হচ্ছিল। তখন মোটামুটি নিশ্চিত, ভারত এই টেস্ট হারছে।

খেলা মোটামুটি জমে গেছিল গতকাল থেকেই। লিটন আর তাসকিনের একটা দুরন্ত পার্টনারশিপ বাংলাদেশকে মোটামুটি ফাইট করার একটা পুঁজি দেয়। ১৪৫ রান খুব এলেবেলে টার্গেট নয় চতুর্থ ইনিংসে, বিশেষ করে মিরপুরের পিচে। ব্যাট করতে নেমে ভারতের চার ব্যাটসম্যান প্যাভিলিয়নে, মাত্র ৪৫ রানের মধ্যে। এদের মধ্যে পূজারা কোহলিও আছেন। রক্তের স্বাদ পেয়ে বাংলাদেশ তখন ফুটছিল।

দুই নাইট ওয়াচম্যান অক্ষর আর উনাদকট সাধ্যমত লড়েন। বিশেষ করে অক্ষরের ৩৪ রানের মুল্য একটা সেঞ্চুরির থেকে কম নয়। সকালে খেলা শুরুর কিছুক্ষণের মধ্যে উনাদকর অক্ষর আর পন্থ ফিরে গেলেন। ক্রিজে শ্রেয়স আর অশ্বিন। বল লাফাচ্ছে ঘুরছে। ব্যাটসম্যানেরা প্রবল ভাবে কোণঠাসা। ঠিক এখান থেকে অশ্বিন পাল্টা মার শুরু করলেন। অনভিজ্ঞ বাংলাদেশের বোলারদের লাইন লেন্থে গড়বড় হয়ে গেল। সোজা ভাষায় বাংলাদেশ চাপ নিতে পারল না।

স্কোর বোর্ডে অশ্বিনের পাশে মাত্র ৪২ নট আউট লেখা থাকবে। কিন্তু জীবনের সেরা ইনিংস খেলে দেশকে জিতিয়ে মাঠ ছাড়লেন বুড়ো অশ্বিন। দুর্ভাগ্য বাংলাদেশের, অনভিজ্ঞতা আর ক্যাচ ছাড়ার খেসারত দিতে হল তাঁদের।

রাহুলের ক্যাপ্টেন্সি শুধু নয়, টিমেও জায়গা থাকা উচিৎ নয়। প্রচুর নতুন ছেলে অপেক্ষায় আছে, তাঁরা সুযোগ পাক। এই পিচে আরও একজন স্পিনার থাকা উচিৎ ছিল। বিশেষ করে কুলদীপের গত ম্যাচের পারফর্মেন্সের পরে। এই সিদ্ধান্তের জবাবদিহি করুক ভারতের টিম ম্যানেজমেন্ট। নেহাত বুড়োটা ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছিল, না হলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে ভারতের ছিটকে যাওয়া আজ প্রায় নিশ্চিত করে দিয়েছিল বাংলাদেশ।