BJP Bandh: বিধায়ককে চ্যাংদোলা করে নিয়ে গেল পুলিশ, উত্তপ্ত বালুরঘাট

ভোটে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবাংলা। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে তপনে ঘটা এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য…

ভোটে সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধকে ঘিরে উত্তপ্ত পশ্চিমবাংলা। জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিকে তপনে ঘটা এক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

   

জানা গিয়েছে, সোমবার কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়ে বনধ সফল করতে বাস আটকাচ্ছিলেন
বিধায়ক বৃদ্ধরাই টুডু। এবার সেই বিধায়ককেই কার্যত চ্যাঙদোলা করে গাড়িতে তুলে নিয়ে গেল পুলিশ। তপনের বিধায়ক বুদ্ধরাই টুডুকে পুলিশ রাস্তা থেকে হাত ধরে টেনে চ্যাঙদোলা করে নিয়ে যান বলে অভিযোগ। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সকান্ত মজুমদার। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ, সোমবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ বিজেপির।

এদিন সকাল থেকেই উত্তরের বালুরঘাট-তপনে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় সকাল থেকে বিজেপির কর্মী-সমর্থকরা সরকারি বাস আটকানোর চেষ্টা করেছেন।

বালুরঘাট সকাল ৬ টা থেকে বিজেপির কর্মী-সমর্থকরা সরকারি বাস স্ট্যান্ডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকারি বাস স্ট্যান্ড থেকে বেরনোর সময়েই বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে-শুয়ে তা আটকানোর চেষ্টা করেন। ছিলেন বিধায়কও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। অনান্য কর্মীদের পাশাপাশি বিধায়ককেও পুলিশ চ্যাঙদোলা করে নিয়ে যায়।