BJP: বিধায়ক অগ্নিমিত্রা আসানসোলের সাংসদ প্রার্থী, গুঞ্জন ‘হাল ছাড়ল বিজেপি’

পুরনিগম ভোটেই জমি হারিয়েছে বিজেপি(BJP), বিধায়ক থাকলেও কার্যত জনসমর্থন ধরে রাখা যায়নি আসানসোলে। সেই আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল কে আসন্ন লোকসভা উপনির্বাচনে প্রার্থী…

পুরনিগম ভোটেই জমি হারিয়েছে বিজেপি(BJP), বিধায়ক থাকলেও কার্যত জনসমর্থন ধরে রাখা যায়নি আসানসোলে। সেই আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল কে আসন্ন লোকসভা উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি।

এর পরেই পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে গুঞ্জন বিজেপি কোনও প্রার্থী না পেয়ে অগ্নিমিত্রাকে দাঁড় করাল। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, জিতবে না নিশ্চিত ধরে নিয়েই এমন প্রার্থী করা হয়েছে।

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে টিএমসির শত্রুঘ্ন সিনহা ও সিপিআইএমের পার্থ মুখার্জীর সঙ্গে ভোট যুদ্ধে নামছেন বিধায়ক অগ্নিমিত্রা।

এই কেন্দ্রের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপি দলত্যাগ করে টিএমসিতে চলে আসেন। সেই কারণে হচ্ছে উপনির্বাচন। এবার টিএমসির হয়ে বাবুল লড়ছেন বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের সায়রা হালিম ও বিজেপির কেয়া ঘোষ।

এদিকে বালিগঞ্জে প্রার্থী পেলেও আসানসোলে কেন বিধায়ককেই নামানো হলো এ নিয়ে জেলা বিজেপিতেই প্রশ্ন। দলেই গুঞ্জন, রাজ্য জুড়ে পুরভোটে সিপিআইএমের নিচে তিন নম্বরে নেমেছে বিজেপি। বেহাল দলের হয়ে কোনওরকমে গোঁজামিল দিয়েছে মুরলীধর সেনের কর্তারা।

অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক হিসেবে পরিচিত। তিনি বিধানসভা ভোটে পরাজিত করেন টিএমসির সায়নী ঘোষকে। তবে ভোট পরবর্তী রাজনৈতিক হাওয়া বিজেপির অনুকুলে নেই। দলত্যাগ করে বাবুল সুপ্রিয় বলেছেন, বিজেপি রাজ্য থেকে বিলীন হয়ে যাবে।