Ballygunge: ‘চোরেদের পাঠশালা..এই তৃণমূল আর না’ বাবুলের কান ঝালাপালা করবে BJP

কী করবেন বাবুল সুপ্রিয়? তিনি কি ফের তেড়ে যাবেন? বাবুল নীরব। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে নিজের গানের সঙ্গে অনবরত যুদ্ধ…

babul supriyo

কী করবেন বাবুল সুপ্রিয়? তিনি কি ফের তেড়ে যাবেন? বাবুল নীরব। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে নিজের গানের সঙ্গে অনবরত যুদ্ধ করতে হচ্ছে সু-গায়ক বাবুলকে। বিজেপিতে থাকতে তিনি গেয়েছিলেন, কালীঘাটের টালির চালা, “ওই চোরেদের পাঠশালা”…”এই তৃণমূল আর না”।

২০১৯ থেকে ২০২২ বাবুল রঙ পাল্টে নিয়েছেন। তিনি প্রকাশ্যে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। তখন বিজেপির হয়ে একেবারে হার্ড হিটিং হিন্দুত্ববাদী ছিলেন। দল ছেড়ে তৃণমূলী হয়ে মুসলমানি পোশাকে প্রচার করছেন। বালিগঞ্জের উপ নির্বাচনে হিন্দুত্ববাদী বাবুল থেকে মুসলিম পোশাকের বাবুলকে নিয়ে রাজনৈতিক মহলে কটাক্ষ চলছে।

বালিগঞ্জ কেন্দ্রের মুসলমান অধ্যুষিত অংশ বাবুলের ভূমিকায় নারাজ। এমনকি তিনি যখন মোদী সরকারের মন্ত্রী ছিলেন, আসানসোলের গোষ্ঠী সংঘর্ষে সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে। সেই কারণে বালিগঞ্জ থেকে দাঁড়িয়ে মুসলিম তোষণে নেমেছেন বাবুল। স্থানীয় সংখ্যালঘুদের এমনই অভিযোগ।

বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বালিগঞ্জ জুড়ে বাবুলেরই গাওয়া ‘এই তৃণমূল আর না’ বাজানো হবে। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কেয়া ঘোষকে।

তবে গত কলকাতা পুরনিগম ভোটে বিরোধী দল হিসেবে বিজেপির ভয়াবহ বিপর্যয় হয়। সিপিআইএম উঠে আসে দ্বিতীয় স্থানে। কলকাতায় ভোটের নিরিখে বামশিবির মূল বিরোধী বলে চিহ্নিত হয়েছে। বালিগঞ্জে সিপিআইএম প্রার্থী সায়লা শাহ হালিম। তিনি এনআরসি বিরোধী নেত্রী। আর বাবুল ছিলেন এনআরসির পক্ষে। ফলে লড়াই তীব্র।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে বাবুল রীতিমতো প্রশ্নের মুখে পড়ছেন। গুঞ্জন দলেই তিনি কটাক্ষের শিকার হচ্ছেন। তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন সমর্থন পাচ্ছেন বাবুল।