BJP: মমতার সফরে বিজেপি সাংসদ, উত্তর খুঁজছে উত্তরবঙ্গ

শিলিগুড়ি পুরমিগমে বিপুল জয় পেয়ে টানা দশ বছরের ‘গেরো’ কাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমুল কংগ্রেসের পক্ষে আগামী পৌরভোটের আগে বড় খবর আসতে পারে বলে তীব্র আলোচনা।…

শিলিগুড়ি পুরমিগমে বিপুল জয় পেয়ে টানা দশ বছরের ‘গেরো’ কাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমুল কংগ্রেসের পক্ষে আগামী পৌরভোটের আগে বড় খবর আসতে পারে বলে তীব্র আলোচনা। সেইসঙ্গে বিজেপির পক্ষে বিরাট ধাক্কারও খবর হতে চলেছে। উত্তরবঙ্গের রাজনীতিতে তীব্র আলোড়ন বিজেপি নেতা, সাংসদ, বিধায়কদের সঙ্গে টিএমসির ‘মাখামাখি’। মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে হাজির থাকছেন বিজেপি সাংসদ!

সরকারিভাবে জানানো হয়েছে, কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় যাচ্ছেন উত্তরবঙ্গের আদিবাসী নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে থাকবেন, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তেমনই থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলার মন উড়ুউড়ু। আরও জানা গিয়েছে, তাঁর সঙ্গে কথা চলছে টিএমসির। ‘পরিস্থিতি এমন যে একবার সাধিলেই খাইব’, এমনই কটাক্ষ করছেন টিএমসি জেলা নেতৃত্ব।

কোচবিহারে গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, গ্রেটার নেতা এখন বিজেপি থেকে মুখ ঘুরিয়েছেন। গত বিধানসভা ভোটের আগে অসমে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছিলেন অমিত শাহ। বিজেপি লাভের অংশ ঘরে তুলেছিল। বিধানসভা পরবর্তী সময়ে রাজ্যে বিজেপি ধসের পথে। পুরভোটের পর আরও পরিস্থিতি খারাপ। অনন্ত মহারাজ এখন টিএমসির দিকে ঝুঁকেছেন বলেই খবর।