সোমবার রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি (BJP)। তালিকায় রয়েছে একাধিক নতুন মুখ। পুরনোদের মধ্যে কেবল কল্যাণ চৌবেকেই ফের টিকিট দিয়েছে দল। তবে প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে পথে নেমেছেন ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। প্রার্থী বদলের দাবিতে জেলায়-জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
মূলত রানাঘাট এবং বাগদা কেন্দ্রের প্রার্থী নিয়েই ক্ষোভ রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা কেন্দ্রে বনগাঁর আকাইপুরের বাসিন্দা বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। দলের বিরুদ্ধে বহিরাগত প্রার্থী দেওয়ার অভিযোগ তুলে সোমবার বিকেলে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে বাগদার বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ একটি বৈঠক করেন।
পরে তাঁরা হেলেঞ্চা বাজারে বিক্ষোভও দেখান। তাঁদের দাবি, বহিরাগত নয়, বাগদায় ভূমিপুত্র প্রার্থী চাই। ঠাকুরবাড়ির দালালি মানবেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। বিক্ষোভকারী এক নেতার মন্তব্য, ২৪ ঘণ্টার মধ্যে বাগদার বিজেপি প্রার্থী বদল করা না হলে তাঁরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দেবেন।
বক্তৃতা চলাকালীন আচমকা বুকে ব্যথা! মর্মান্তিক পরিণতি বিজেপির হেভিওয়েট নেতার
বিজেপির বিক্ষোভকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বাগদার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাসের কটাক্ষ, বিজেপি একটা উৎশৃঙ্খল দল। গোষ্ঠী কোন্দলের কারণেই বিজেপির বিক্ষুব্ধরা হেলেঞ্চাতে বিক্ষোভ করেছে। তৃণমূল এই আসনে বিপুল ভোটে জিতবে বলে দাবি করেন তিনি।
‘বহিরাগত’ প্রার্থী বদলের দাবিতে নদিয়া জেলার রানাঘাট দক্ষিণ কেন্দ্রেও বিক্ষোভ প্রদর্শন করেছেন বিজেপির নেতা-কর্মীরা। রানাঘাট দক্ষিণের দলীয় কার্যালয়ের সামনে সোমবার রাতে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের সাফ দাবি, কৃষ্ণনগরের বাসিন্দা মনোজকুমার বিশ্বাসের বদলে অন্য কারও নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে।
সোমবার রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থিতালিকা প্রকাশ করে বিজেপি। কলকাতার মানিকতলায় কেন্দ্রে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ২০২১ সালে মানিকতলায় প্রার্থী হয়েছিলেন তিনি। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস।
শেষ পর্যন্ত প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, চমকের চেষ্টায় পদ্ম শিবির
রানাঘাট দক্ষিণ আসনে মনোজকুমার বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি। আর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। গত শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে।
রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে। একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাসকে।
পরে তিনজনই তৃণমূলে যোগ দেন। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ, মুকুটমণি এবং বিশ্বজিৎকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তারা। সেই কারণে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র বিধায়কশূন্য হয়ে যায়।
থমথমে মুখ, বাইকে চড়ে ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি সেই জটিলতা কেটে যায়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরপরই এই চার কেন্দ্রে উপনির্বাচনে ঘোষণা করে কমিশন। আগামী ১০ জুলাই এই চার কেন্দ্রে উপনির্বাচন। আর ফল ঘোষণা হবে ১৩ জুলাই।