শেষ পর্যন্ত প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, চমকের চেষ্টায় পদ্ম শিবির

অবশেষে রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে (WB By-Election 2024) প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চারজন প্রার্থীর নাম জানানো হয়েছে। কলকাতার মানিকতলায়…

bjp-west-bengal-bengal-bjp-may-appoints-female-state-president-key-leadership-update

অবশেষে রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে (WB By-Election 2024) প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চারজন প্রার্থীর নাম জানানো হয়েছে। কলকাতার মানিকতলায় কেন্দ্রে লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। ২০২১ সালে মানিকতলায় প্রার্থী হয়েছিলেন তিনি।

সেবার অবশ্য তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যে মন্ত্রী সাধন পাণ্ডের কাছে হেরে যান কল্যাণ। উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। রানাঘাট দক্ষিণ আসনে মনোজকুমার বিশ্বাসকে টিকিট দিয়েছে বিজেপি। আর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কেন্দ্রে মানসকুমার ঘোষকে প্রার্থী করেছে গেরুয়া শিবির।

   

গত শুক্রবার এই চার কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জে প্রার্থী করা হয়েছে এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। মানিকতলায় টিকিট দেওয়া হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আর বাগদায় প্রার্থী করা হয়েছে মধুপর্ণা ঠাকুরকে।

উপনির্বাচনে বাংলার এই বিধানসভা কেন্দ্রে জিততে পারে সিপিএম

একুশের নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং বাগদার বিশ্বজিৎ দাসকে। পরে তিনজনই তৃণমূলে যোগ দেন। এবারের লোকসভা নির্বাচনে কৃষ্ণ, মুকুটমণি এবং বিশ্বজিৎকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দেওয়ার আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তারা।

সেই কারণে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্র বিধায়কশূন্য হিয়ে যায়। সাধন পাণ্ডের মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে বিভিন্ন আইনি জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি সেই জটিলতা কেটে যায়। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরপরই এই চার কেন্দ্রে উপনির্বাচনে ঘোষণা করে কমিশন।

লোকসভা ভোটে হারলেও জোরদার লড়াইয়ের পুরস্কার! মন্ত্রী হতে পারেন তৃণমূলের এই বিধায়ক