কম্বল বিতরণকাণ্ডে অবশেষে জামিন পেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সোমবার বিজেপি নেতার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। ত বে সাক্ষীদের ওপর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জিতেন্দ্রর বিরুদ্ধে। তাই আসানসোলে ঢুকতে পারবেন না তিনি। এমনকি তাঁর যাতায়তের ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বর মাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠান ছিল আসানসোলে। সেই কম্বল প্রদান অনুষ্ঠানে ঘটে বিরাট বিপত্তি। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির নাম থাকলেও নাম নেই শুভেন্দু অধিকারীর।
চলতি মাসেই দিল্লির যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। নয়ডা থেকে স্ত্রী চৈতালি তিওয়ারিকে নিয়ে আগ্রা যাচ্ছিলেন জিতেন্দ্র। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। চৈতালি তিওয়ারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩০৮ ধারায় অভিযোগ দায়ের করা হয়।
এরপর তাঁকে জেল হেফাজতে নেওয়া হলে গুরুতর অসুস্থ হয়ে পরেন বিজেপি নেতা। আসানসোল সংশোধনাগার থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় তাঁকে। অবশেষে আজ জামিন পেলেন তিনি।
এখন থেকে কলকাতা শেক্সপিয়ার সরণীর বাড়িতে থাকবেন জিতেন্দ্র। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে অভিযোগ জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছিল, সেই মামলার তদন্ত অভিযুক্তে হেফাজতে নিয়ে করার প্রয়োজন নেই। তদন্তের কারণে তাঁকে ডাকতেই পারে পুলিশ।