Anupam Hazra: জেতা সিটে দুর্বল প্রার্থী, টিএমসির সঙ্গে ডিলের আশঙ্কা অনুপমের

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি।…

২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি (BJP)। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ২০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এই তালিকার মধ্যে রয়েছেন সৌমেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর। সবই ঠিক ছিল, কিন্তু আচমকাই নতুন করে গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ালেন বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)।

বিগত বেশ কিছু সময় ধরে বারবার রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যাচ্ছে অনুপমকে। এদিকে গতকাল শনিবার লোকসভা ভোটকে পাখির চোখ করে প্রথম প্রার্থী তালিকা পেশ করেছে বিজেপি। ব্যস, তারপরেই আজ রবিবার নিজের ফেসবুক ওয়ালে বোমা ফাটালেন অনুপম। তিনি লিখেছেন, ‘জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন না। আপনি তখন ব্যস্ত, জীবনের ঝুকি নিয়ে পার্টির হয়ে দেওয়াল লিখতে। জয় জগন্নাথ’।

এদিকে অনুপম হাজরার এহেন ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে নানা মানুষ নানা কথা বলেছেন। একজন লিখছেন, ‘দাদা সব পার্টি তেই , সঠিক মানুষের মুল্য দেইনা, বোলপুরে আপনার প্রয়োজন ছিল।’ এছাড়া আরেকজন লিখছেন, ‘তার মানে দাদা আপনিও স্বীকার করলেন বিজেমুল জোটের কথা।’ অন্য আরেকজন লিখছেন, ‘বিজেপি ১.৫ লক্ষ ভোটে হারবে বোলপুরে।’