Nadia: গঙ্গার পাড় ভাঙার মতো BJP ভাঙছে নদিয়ায়

পৌরভোটের আগে বিজেপিতে ভাঙ্গন অব্যাহত। পদ্ম শিবির ত্যাগ করে এক ঝাঁক কর্মী-সমর্থক যোগদান করলেন ঘাসফুলে। নবদ্বীপ সরগরম। নদিয়া জেলায় বিরোধী দল কি পৌরভোটের পরেই নিশ্চিহ্ন হবে? উঠছে এই প্রশ্ন।

নবদ্বীপ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে একাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। এর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিজেপিতে ধস। এবার নবদ্বীপ পৌরসভা ১২ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা ফের আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

   

বিজেপির এই শক্তি ক্ষয় আসন্ন পুরভোটের ভোটবাক্সে বিরাট প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি ত্যাগী কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার হাত থেকে। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা।

বিজেপি দল করে সাধারন মানুষের জন্য কাজ করা যায় না বলে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে জানালেন দলত্যাগীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাজ্যব্যাপী উন্নয়নের শরিক হয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করতেই তাঁরা বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন বলেও জানান তারা। ভুল করে বিজেপিতে গিয়েছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন