Purba Medinipur: অকাল রথের গাঁয়ে যাবেন নাকি, আর কোথাও হয় না

অভিনব এক রথের মেলা। এখানে অকালে চলে রথ।ঐতিহ্যবাহী এই মেলা জমজমাট। শীতের শেষ বেলায় রথ চলল। রাধা কৃষ্ণ চড়লেন সেই রথে। এই অকালের রথ রাজ্যে…

অভিনব এক রথের মেলা। এখানে অকালে চলে রথ।ঐতিহ্যবাহী এই মেলা জমজমাট। শীতের শেষ বেলায় রথ চলল। রাধা কৃষ্ণ চড়লেন সেই রথে। এই অকালের রথ রাজ্যে অদ্বিতীয়। অন্য কোথাও এমন হয় বলে শোনা যায় না।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বাঁসদা গ্রামে অভিনব রাধা কৃষ্ণ মেলা হয়। বের হয় রথ।আনুমানিক প্রায় খ্রিস্টপূর্ব আগে বর্ধমান থেকে এই গ্রামে এসেছিল্ন রঘুনাথ মন্ডল। তিনি মন্দির প্রতিষ্ঠা করেন। সেই আমল থেকেই মেলা হয়ে আসছে।

অতীতের রীতিনীতি মেনেই এই রথের পুজো হয়ে আসছে। পুরনো মন্ডল বংশ প্রাচীন মন্দিরের দেখভাল করেন। তারাই এই অকাল রথের উদ্যোক্তা।

মন্দিরের রাধা কৃষ্ণ মূর্তিকে রথে বসিয়ে রথের দঁড়ি টেনে এই ঐতিহ্যবাহী মেলার শুভ সূচনা করেন মন্ডল বংশের সমস্ত সদস্যরা।

এই মেলা চলবে ১০ দিন, আর এই মেলা দেখতে ভিড় জমিয়েছে আশে পাশের বেশ কয়েকটি ব্লকের বাসিন্দারা।